Loading..

উদ্ভাবনের গল্প

১৫ এপ্রিল, ২০২০ ০৬:৩৩ অপরাহ্ণ

আমার মাদ্‌রাসা আমার ভাবনা

.২০০৪ সালে প্রতিষ্ঠানটিতে বাংলা প্রভাষক হিসেবে যোগদান করি ।যোগদান করার পরপরই চেষ্টা করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করি ।কিন্তু প্রতিষ্ঠানের ধর্মীয় ভাব-গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ,স্থানীয় সামাজিক পরিবেশ কোনোকিছুই এসব অনুষ্ঠান বাস্তবায়নের পক্ষে অনুকূলে ছিলোনা । তারপরেও প্রায় সবকিছুকে ক্ষুদ্র পরিসরে হলেও বাস্তবায়ন করার চেষ্টা করেছি .২০১৩ সালে প্রথম সবার উতকণ্ঠার মধ্য দিয়েও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন করি ।এরপর পরপর  বেশ কয়েকবারই এটি উদযাপন করি ।মাদ্‌রাসার পরিবেশে মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা ,দেশাত্মবোধক গান এসব অসম্ভব হলেও সম্ভব করেছি ।মাল্টিমিডিয়া ক্লাসের জন্য কোনো ল্যাব নে ।ল্যাপটপ ,প্রজেক্টর বিকল ছিলো দীর্ঘদিন ।নিজস্ব ল্যাপটপ বহন করে হলে মাল্টিমিডিয়া ক্লাসকে সচল রেখেছি ।বর্তমানে উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত অনুদানে টাকায় ল্যাপটপ কেনা হয়েছে ।আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা সহ সকল সামাজিক -সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই । আমি সবার কাছে দোয়া প্রার্থী ।