Loading..

প্রেজেন্টেশন

১৭ এপ্রিল, ২০২০ ০৮:০২ অপরাহ্ণ

বিষয়: গণিত শ্রেণী: প্রথম সাধারণ পাঠ: যোগের ধারণা বিশেষ পাঠ: ৭.১-কে এম আব্দুল বারী (আমইন সপ্রাবি)

মহান আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া আজ আমি এ সপ্তাহের একটি কন্টেন্ট আপলোড করতে পেরেছি। সম্মানিত পেডাগোজি মহোদয়, রেটার মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা ও বাতায়নে সক্রিয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দ আজ আমার  প্রথম শ্রেণীর গণিত বিষয়ে যোগের  ধারণা কন্টেন্টটি আপলোড হয়েছে। কন্টেন্টটি দেখার বিনীত অনুরোধ রইলো।কন্টেন্ট তৈরির সময় শিখনফলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ভালো মানের তৈরি করার চেষ্টা করেছি তবে আপনাদের মতামত অবশ্যই গ্রহণীয়। কনটেন্টটি দেখুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করুন।আপনার মূল্যবান মতামত পেলে আমি আগামী দিনের কন্টেন্টটি আরো সুন্দর ও সার্থক ভাবে তৈরি করতে পারব বলে আশা করছি। কন্টেন্টটি মানসম্মত করার জন্য আপনার পরামর্শ সাদরে গ্রহণীয়। কন্টেন্টটি দেখবেন এবং অন্যদের দেখার জন্য আমন্ত্রণ জানাবেন। কন্টেন্টটি দেখুন এবং আপনার মূল্যবান রেটিং প্রদান করুন। পরিশেষে কন্টেন্টটির জন্য জন্য দোয়া প্রত্যাশী । আমার আজকের কন্টেন্টটির শিখনফল-

 ৯.১.১ উপকরণ একত্র করে উপকরণ গুচ্ছগুলোর সংখ্যা বলতে ও লিখতে পারবে।