Loading..

প্রকাশনা

১৯ এপ্রিল, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ

“ অবজ্ঞা”

“ অবজ্ঞা”
      লেখক--মহিউদ্দীন

অন্য লোকের কাছে তুমি
হওনা যতুই জ্ঞানী।
বাড়ীত গেলে বউ এর কাছে
হবে তুমি অজ্ঞানী।
ছেলে মেয়ে বলছে বাবা
তুমি জান কী?
ডিজিটাল যুগের নিয়ম নীতি
জাননা কানা কড়ি।
মা বলছে ছেলে আমার
কত শুকে গেছে।
হাড় ভাঙ্গা খাটুনি খাটিস
একটু বিশ্রাম নিস।
আসুখ তোরে হয়েছে বোধহয়
শরীরের যত্ন রাখিস।
বাবা বলছে ডাক্তার দেখা
যত টাকা লাগে
জমি বেচে দিব আমি
থাকিস তুই বেঁচে।
তোর কাছে চাইনা কিছু
থাকিস তোরা সুখে
তোরা যদি সুখে থাকিস
এটাই মোদের সুখ।

বউ বলছে সারাদিন রাত
শুধুই শুয়ে থাক।
কাজ কাম ফেলে থুয়ে
বসে বসে খাচ্ছ।
দেখতে পাওনা অন্য লোকে
কত রোজগার করে।
তুমি যা কামায় কর
সংসার কেমনে চলে।
এ বছরে কিনে দিবে
গয়না, দামি শাড়ী।
ঔ বছরে বানিয়ে দিবে
দুতালা এক বাড়ী,
না হলে তোমার সাথে
হবে আমার আড়ি।
        সমাপ্ত

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি