Loading..

প্রকাশনা

২০ এপ্রিল, ২০২০ ০৩:৫৮ অপরাহ্ণ

“স্বাধীনতা”

“স্বাধীনতা”
       লেখক--- মহিউদ্দীন

হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
নয় মাসের প্রতিক্ষার ফলে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
মুক্তি যুদ্ধের এক সাগর রক্তের বিনিময়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
ত্রিশ লক্ষ নর নারীর রক্তের বিনিময়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
মায়ের আর্তনাদের করুন কাঁন্না দিয়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
কত নারীর সিঁতির সিঁদুর হারিয়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
বঙ্গ বন্ধু শেখ মজিবের বন্ধিশালায়।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
শহীদ জিয়ার ঘোষনার তূর্যধ্বনি হতে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
বিক্ষুব্ধ নগরীর ভয়াল গর্জন থেকে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
ছাত্র জনতার বিক্ষুব্ধ লড়াই থেকে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
আতাউল গনি উসমানির নেতৃত্ব থেকে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
খালেদ মোশাররফের রনকৌশল দিয়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
কে এম শফিউল্লার লড়াই দিয়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
আব্দুর রবের যুদ্ধের কলাকৌশল দিয়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
আব্দুল করিমের বিমান পরিচালনা দিয়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
ত্রিশ হাজার নিয়মিত মুক্তিফৌজদের যোদ্ধায়।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
এক লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার ফলে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
সাত জন বীরশ্রেষ্টের রক্তের বিনিময়ে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি
বীর উত্তম, বীর বিক্রম বীর পতীকের ফলে
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি বলে
রক্তে রাঙিয়ে আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।
হে স্বাধীনতা,
তোমাকে পেয়েছি বলে
বিশ্বের বুকে আজ লাল সবুজের পতাকা উড়ছে।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি