Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ মে, ২০২০ ১১:৩০ অপরাহ্ণ

Fundamental Grammar Language

Fundamental Grammar Language: মানুষ বাগযন্ত্রের সাহায্যে যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে বা লিখে নিজের মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকে Languageবা ভাষা বলে। ভাষা প্রধানত দুই প্রকার: 1. Oral language(মৌখিক ভাষা) 2. Written language (লিখিত ভাষা) Elements of Language : Language বা ভাষার উপাদান চারটি : 1. Sound(ধ্বনি) 2. Word (শব্দ) 3. Sentence(বাক্য) 4. Semantics(বাগর্থ) ভাষা শেখার স্তর হলো চারটি : 1. Listening (শোনা) 2. Speaking (বলা) 3.Reading (পড়া) 4. Writing (লিখা) ভাষা বিজ্ঞানীদের মতে ,ভাষা শেখার ক্ষেত্রে 35% দক্ষতা নির্ভর করে Listening বা শোনার উপর, 40% দক্ষতা নির্ভর করে Speaking বা বলার উপর, 16% দক্ষতা নির্ভর করে Reading বা পড়ার উপর, 9% দক্ষতা নির্ভর করে Writing বা লেখার উপর। আমরা আমাদের মাতৃভাষা শিখেছি এই পদ্ধতিতে। সারা পৃথিবীর মানুষ যার যার মাতৃভাষা শিখে এই পদ্ধতিতে। কিন্তু আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথম দুইটি দক্ষতা বাদ দিয়ে পরের দুটি দক্ষতা বেশি চর্চা করতে বলি শিক্ষার্থীদের তাহলে কি আদৌ ভাষা শেখা সম্ভব।ভাষা শিখতে হলে প্রথম দুটি দক্ষতার ওপর জোর দিতে হবে বেশি। আসুন আমরা আমাদের শিক্ষার্থীদের Listening and Speaking এর ব্যাপারে উদ্বুদ্ধ করে বেশি। গ্রামার জানা ও ভাষা জানা দুটো বিষয় এক নয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি