Loading..

খবর-দার

১১ মে, ২০২০ ০২:১৪ অপরাহ্ণ

প্যাক মিটিং কি? স্কাউয়?টিং এ কিভাবে প্যাক মিটিং পরিচালনা করতে হ

প্যাক মিটিং কি? - প্যাক মিটিং হচ্ছে কাব প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০-৯০মিনিট ব্যাপী প্রশিক্ষণ দানের লক্ষ্যে নিয়মিত সাপ্তাহিক কাব কর্মসূচি। প্যাক মিটিংয়ে যে সব বিষয় কাবদের শেখানো হয় সে বিষয়গুলো প্রশিক্ষকমন্ডলী,ইউনিট লিডার,সহকারী ইউনিট লিডার,ইন্সট্রাকটর , বিশেষজ্ঞগণ প্যাক মিটিং শুরু হওয়ার আগে ষষ্ঠক নেতাদের ভালোভাবে শিখিয়ে দেন। পরবর্তীতে প্যাক মিটিং চলাকালীন সময়ে ষষ্ঠক নেতারা সহকারী কাব ইউনিট লিডার ও ইন্সট্রাকটরদের সহায়তায় নিজ নিজ ষষ্ঠক সদস্যদের সেই সব বিষয় হাতেকলমে শেখাবে। প্যাক মিটিংয়ে কেবলমাত্র ব্যবহারিক বিষয় শেখানো হয়, কোন তত্ত্বীয় বিষয় শেখানো হয় না। তবে কাব প্রতিজ্ঞা এবং আইন তত্ত্বীয় বিষয় হলেও একমাত্র ব্যতিক্রম হিসেবে এ তত্ত্বীয় বিষয়াটি আবশ্যিকভাবে প্যাক মিটিংয়ে শেখানো হয়। কেবলমাত্র ইউনিট লিডার (কোন সহকারী ইউনিট লিডার নয়) নিজে সকল কাবদের একত্রে সমবেত করে এ বিষয়টি উপস্থাপন করবেন। প্যাক মিটিং চলাকালীন সময়ে ইউনিট লিডার ঘুরে ঘুরে ষষ্ঠক নেতাদের কার্যাবলী পর্যবেক্ষণ করবেন। ------------------------------------------------------- - - প্যাক মিটিংয়ের প্রয়োজনীয়তাঃ -ইউনিটে ক্রমোন্নতিশীল কাবিং চালু রাখার জন্য প্যাক মিটিং একান্ত অপরিহার্য। স্কাউটিং এর অন্যতম বৈশিষ্ট্যই হলো "হাতে কলমে কাজ করার মাধ্যে শেখা" নিয়মিত প্যাক মিটিং না হলে কাবদের হাতে কলমে কাজ করার সুযোগ কমে যায় এবং এর কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। তারা ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে না। কেবল মাত্র প্যাক মিটিংয়ের মাধ্যমেই কোন নির্দিষ্ট বিষয় হাতে-কলমে শিখিয়ে দক্ষতা অর্জন করানো সম্ভব। ফলে কাবেরা বিষয়ভিত্তিক দক্ষতা লাভ করে নির্দিষ্ট যোগ্যতার ব্যাজ অর্জনে সক্ষম হয়। ধাপে ধাপে যোগ্যতা ব্যাজের উপর দক্ষতা অর্জন না করলে তারা যোগ্যতাত ব্যাজ অর্জনে ব্যর্থ হয়। কাবদের ক্রমোন্নতিশীল ধারা বজায় রাখতে প্যাক মিটিং এর প্রয়োজনীয়তা অত্যাধিক। -------------------------------------------------- প্যাক মিটিংয়ের নমুনাঃ আরম্ভের সময়ঃ ৩-০০টা শেষ হওয়ার সময়ঃ ৪-০০টা ------------------------------------- বিষয়--------------------------দায়িত্ব-------------------------------সময় উপস্থিতি-----------------------সকলেই------------------------------ ১মিঃ গ্রান্ড ইয়েল-------------সিনিয়র ষষ্ঠক নেতা-----------------------২মিঃ পতাকা উত্তোলন----------কাব লিডার-------------------------------১মিঃ প্রার্থনা সংগীত-----------------কাবগন-------------------------------৩মিঃ পরিদর্শন,চাঁদা আদায়,রিপোর্ট----ষষ্টক নেতাগন---------------৫মিঃ ঘোষণা-----------------------------কাব লিডার----------------------৩মিঃ খেলা/নাচ/গান----------------সহঃকাব লিডার-------------------৫মিঃ পুরাতন পাঠের অনুশীলন--ষষ্ঠক নেতাগন------------------------৯মিঃ খেলা/নাচ/গান------------------সহঃকাব লিডার------------------৫মিঃ নতুন পাঠ---------------------ষষ্ঠক নেতাগন-----------------------১৫মিঃ খেলা/নাচ/গান------------সহঃকাব লিডার-----------------------৫মিঃ পতাকার কাছে সমবেত-------সকলেই----------------------------১মিঃ ঘোষণা/প্রার্থনা --------------কাব লিডার--------------------------২মিঃ গ্রান্ড ইয়েল--------------সিনিয়র ষষ্ঠক নেতা------------------------১মিঃ পতাকা নামানো --------------কাব লিডার--------------------------১মিঃ ছুটি----------------------------কাব লিডার-----------------------------১মিঃ ----------------------------------মোট সময় = ৬০মিঃ - - বিঃদ্রঃ প্যাক মিটিংয়ের কর্মসূচী৬০ থেকে ৯০মিনিটের মধ্যে হতে হবে