Loading..

ভিডিও ক্লাস

১৩ মে, ২০২০ ১০:৫৫ অপরাহ্ণ

শ্রেণি: ৭ম, অধ্যায়: ১ম, বিষয়: শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য।

আমরা প্রতিনিয়ত জীবন সংগ্রামে ব্যস্ত থাকার কারণে, ভুলতেই বসেছি যে শারীরিক পরিচ্ছন্নাতার অভাবে সাধারণ রোগবালাই আমাদের শরীর যেমন খারাপ করছে তেমনিভাবে মনের প্রফুল্লতাও নষ্ট হচ্ছে। তাই এর থেকে পরিত্রাণের জন্য আমরা যদি একটু মনযোগী হই এবং কিছু সাবধানতা অবলম্বন করে চলি তাহলে অনেক রোগের হাত থেকে যেমন নিজেকে তথা পরিবারসহ সবাইকে নিরাপদ রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্যই আজকের এ আয়োজনটা অনেক বেশি উপকারে আসবে বলে মনে করি। আমাদের চিন্তা চেতনা,  ধ্যান রারণায় কিভাবে প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পরা শিক্ষার্থীদের সামনের সারিতে আনাযায়। আমার প্রতিষ্ঠান মাদ্রাসা হলেও শিক্ষার্থীরা জ্ঞানবিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে নাই। আমরা বিশ্বাস করি আজকের এই পিছিয়ে পরা জনগোষ্ঠীকে উত্তোরণের এখনই সঠিক সময়। সে লক্ষেই আমার শিক্ষার্থীদের শারীরিক পরিচ্ছন্নাতার সকল দিকের প্রতি খেয়াল রেখেই শ্রেণি পাঠদানে সক্রিয় করে তুলতে সক্ষম। শিক্ষার্থীদের এটা বুঝাতে পেরেছি স্বাস্থ্যই সকল সুখের মুল চাবিকাঠি।