Loading..

উদ্ভাবনের গল্প

১৫ মে, ২০২০ ০৮:৫৭ পূর্বাহ্ণ

শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় আমাদের সাফল্য

আন্তরিক প্রচেষ্টা আর মহান আল্লাহতালা সহায় হলে মানুষের অসাধ্য কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের ধরমপুর কলেজের শিক্ষার্থিরা এর প্রমাণ দিয়েছে।

শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা চলছে। আমাদের শিক্ষার্থিদের ১০ জনের টিম দুর্গাপুর উপজেলার মতো রাজশাহী জেলাতেও সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে পৌঁছেছে। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিলো। কারণ টিমের মেম্বার তিনজন ছাত্রের এর আগে গান গাওয়ার কোনো অভিজ্ঞতা ছিলো না। তাই সুর- তাল- লয়ের ঘাটতি প্রকট হয়ে উঠেছিলো। ওদের মেন্টর এবং টিম লিডার খুব হতাশ ছিলো! আমার চ্যালেঞ্জ এবং কিছু টিপস ওদের উদ্দীপ্ত করেছে। ওরা সে অনুযায়ী প্রচুর অনুশীলন করেছে। আলহামদুলিল্লাহ বিধাতার কৃপা আর ওদের চেষ্টায় আজকের সফলতায় পৌঁছেছে!