Loading..

প্রকাশনা

১৫ মে, ২০২০ ১২:৪৩ অপরাহ্ণ

কবিতাঃ ***সামাজিক দূরত্ব মেনে***

       সামাজিক দূরত্ব মেনে

            --- মো. জাকিরুল ইসলাম

শুধু সরকারের দোষ?
কেনো বুঝতে চায়না মানুষ !
ইহা একটি ছোঁয়াছে রোগ।
কেনো আতঙ্কে কাঁপে না
দুরাচারী, পাষণ্ড বুক !

খিল মেরে কপাটে
ক্ষ্যামা দিয়েছো যাওয়া হাটে?
থেকেছো কতক্ষণ ঘরে?
ব্যবসায়ীরা খুলছে দোকান;
আমরাও খাচ্ছি দাচ্ছি চড়ে।

আছে সৎ নির্ভীক মুখ
তাহারা প্রচারে বিমুখ।
কেউ বেরুচ্ছে সেবার দায়ে,
কেউ ফটোসেশনে মত্ত
কৃষাণের ধানক্ষেত মাড়িয়ে।

ডাক্তাররা আজ যোদ্ধা
মুখে কুলুপ এঁটে, বোদ্ধা,
সহ্য করবে আর কত দিন?
কসাই বলতে পারো তাদের;
নিজে বদলাবেনা, কমিন।

পুলিস ভাইয়েরা পর!
আজ তারাই সেবায় অগ্রসর।
এটা কি নিছক চাকুরী?
তাদের অঘ্র্য বলে, তারা
সম্মূখ যুদ্ধের ঘোড়-সওয়ারী।

এতই তাড়াহুড়া !
বাজার নির্বাধ রাখুক তারা।
যাবো অতি প্রয়োজনে
খুব কম, বিধাতা সহায় হোক,
সামাজিক দূরত্ব
মেনে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি