Loading..

উদ্ভাবনের গল্প

১৯ মে, ২০২০ ০৮:২০ অপরাহ্ণ

শিক্ষার্থীদেরকে এম.সি.কিউ তে দক্ষ করে তোলা

প্রতি পরীক্ষাতেই এমসিকিউতে একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকে। কিন্তু দেখা যায় আমাদের ক্লাসগুলো বেশিরভাগই রচনামুলক বা সৃজনশীলের প্রতি জোর দেওয়া হয়। তাই আমি শিক্ষার্থীদেরকে এম.সি.কিউতে দক্ষ করার জন্য বিষয় ভিত্তিক, অধ্যায় ও পাঠ অনুযায়ী নৈর্বাত্তিক এর জন্য তৈরী করি প্রেজেন্টেশন। যাতে শিক্ষার্থীরা এমসিকিউতে দক্ষ হতে পারে। প্রতি ক্লাসের শেষে পরবর্তী ক্লাসের কোন পাঠের উপর নৈর্বাত্তিক হবে তা নির্ধারন করে দেওয়া হয়, যাতে তারা পূর্ণাংগ প্রস্তুতি নিতে পারে। আশাকরি এতে করে শিক্ষার্থীদের কিছুটা হলেও নৈর্বাত্তিকে সক্রিয় করতে পারবো।

মোঃ হাবিবুল্লাহ্

সহকারী শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি.এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।

মোবাইলঃ ০১৮৩৬৬২৪১৪৮

ই-মেইলঃ [email protected]