Loading..

উদ্ভাবনের গল্প

২৩ মে, ২০২০ ১১:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ক্লাস,পাঠ:মাটি দূষণ,শ্রেণি : চতুর্থ,বিষয় : প্রাথমিক বিজ্ঞান,অধ্যায় : ৩।

করোনা ভাইরাস (কোভিড-১৯)এর কারনে বিদ্যালয় ছুটি কালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি হ্রাস কল্পে করণীয় হিসেবে অনলাইনে পাঠদান  এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন দেখা দিয়েছে।ক্রমাগত এর বিস্তার ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।সরকারের নির্দেশনা মোতাবেক অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয় সমূহ আগামী ২৫ এপ্রিল খি . পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ।

বিদ্যালয় ছুটি কালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি হ্রাস,সচেতনতা সৃষ্টি  কল্পে করণীয় হিসেবে নিম্নক্ত কার্যক্রম গ্রহণ করেছি-

১. বার্ষিক পাঠপরিকল্পনা অনুযয়ী ৩য়-৫ম শ্রেনির পাঠ দান;

২.  ছুটি কালিন সময়ে ডিজিটাল ও ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পাঠ দান;

৩.  এই সময়ে ক্যামটেসিয় ,ওবিএস স্টুডিও ,গুগুল ক্লাস রুম, ইউটিব ও নিরাপদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনা করে আসছি ।

৪. করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষে ক্লাসের শুরুতে সচেতন মূলক ভিডিও ইডিটিং করা ।

ফলাফল -

অভিভাবকগণ তাদের সন্তানকে পাঠে অংশগ্রহন করাচ্ছে এবং বাড়ির কাজগুলো ইনবক্সে প্রেরণ করছে । এতে করে বিদ্যালয় ছুটিকালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি কিছুটা হলেও কমছে ।