Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ মে, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ

নিজের সুরক্ষার জন্য মাক্স বানাবেন যেভাবে... - পলাশ মজুমদার।

বর্তমান সংকটময় সময়ে জীবন ও জীবিকার সন্ধিক্ষণে অবাধে চলাফেরা করার কারণে আমরা যে কেউ যেকোন সময় করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারি।  এই অবস্থায় নিজের সুরক্ষা নিজেকে নিতে হবে। তাই মাক্স আপনাকে দিতে পারে নিরাপদ সুরক্ষা। আপনাদের সুরক্ষার কথা ভেবেই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের নুন্যতম উপকারে আসলেই আমার এই লেখা সার্থকতা পাবে।


মাক্স তৈরির প্রয়োজনীয় উপকরণ-

১. নিটিং/নিট কাপড়        = (৭" x ৩) =২১" ইঞ্চি বা ১০ গিরা কাপড় নিন।

২. ইলাস্টিক/রাবার ব্যন্ড = (৯" x ২) = ১৮" ইঞ্চি পরিমাণ নিন।

কাপড় যেভাবে কাটবেন এবং সেলাই করবেন-

১. লম্বালম্বি ৭ ইঞ্চি  এবং চওড়া ৮ ইঞ্চি দাগ কেটে একই পরিমাণ ৩ টুকরা কেটে নিন।

২. লম্বালম্বি ইলাস্টিক/ রাবার ব্যন্ড আটকানোর জন্য (২" x ৫") অর্থাৎ ২ইঞ্চি চওড়া ও ৫ইঞ্চি লম্বা দুই টুকরা কাপড় কেটে নিন।

৩. দুই পাশের চওড়া দিকে সেলাই করে বন্ধ করে নিন। এইবার লম্বার দিকে  ইলাস্টিক ব্যন্ডের কাপড়টিকে ফোল্ডিং করে মূল কাপড়কে মাঝামাঝি ৩টি ডার্টের মত করে ভাঁজ দিয়ে সেলাই করে নিন উভয় পাশে।

৪. এবার ইলাস্টিক দুটো দুই পাশে প্রবেশ করিয়ে সেলাই করে সেলাইকৃত অংশটি ফোল্ডিং অংশের মধ্যে ডুকিয়ে দিন। ব্যস হয়ে গেল একটি নিরাপদ তিন স্তর বিশিষ্ট নিরাপদ মাক্স।

===পলাশ মজুমদার===

বিএসসি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল), এমএসসি (সিএসই)

ইনস্ট্রাক্টর

চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ

কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

মোবাইল- 01878-080572, মেইল[email protected]

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি