Loading..

খবর-দার

৩১ মে, ২০২০ ১০:৩৯ অপরাহ্ণ

অনলাইন স্কুল ও অভিভাবকগনের সচেতনতা...

ভয়ংকর করোনা ভাইরাসের কারনে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও  গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআইয়ের উদ্যোগে ICT4E জেলা এম্বাসেডরগণের নিরলস প্রচেষ্টায়, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর আন্তরিক সহযোগীতায়  বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে অনলাইন স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে প্রতিদিন ( সরকারি ছুটির দিন ছাড়া ) বাকি দিনগুলোতে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। আমরা যারা বিভিন্ন অনলাইন স্কুলের সাথে জড়িত আছি আমরাও অন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিটি ক্লাস যেন শিক্ষার্থীদের নিকট পৌঁছে। আমরা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ শ্রদ্ধেয় অভিভাবক মন্ডলীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ  রেখে যাচ্ছি যেন শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখতে পারে।  সার্বক্ষণিক পরামর্শ নিচ্ছি উর্ধতন কতৃপক্ষের নিকট থেকে কীভাবে অনলাইন স্কুলের মান আরও বৃদ্ধি করা যায়।