Loading..

খবর-দার

০৫ জুন, ২০২০ ১১:২১ অপরাহ্ণ

শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহেই

ক্রীড়া প্রতিবেদক : জুনে নির্ধারিত অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরও সেই কবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। অথচ জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় বাংলাদেশের টেস্ট সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুই দেশের বোর্ডের মধ্যে চলমান আলোচনা অচিরেই এর উপসংহার খুঁজে নেবে।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরের সপ্তাহের অপেক্ষার কথা বলেছেন তিনি, ‘সবশেষ অগ্রগতি হলো শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে কথা চলছে। যেটিই করি না কেন, আমরা একমত হয়েছি যে আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তটি নিতে হবে।’ দুই দেশের বোর্ডের সুবিধার জন্য সিদ্ধান্ত দ্রুত নেওয়া জরুরি বলে মনে করেন নিজাম উদ্দিন, ‘সিরিজটি যেহেতু কাছাকাছি চলে এসেছে, দেরি করলে দুই বোর্ডের প্রস্তুতিতেই সমস্যা হবে। আমাদের শুধু খেলোয়াড়দেরই তৈরি করার প্রস্তুতি। কিন্তু ওদের আরো অনেক প্রস্তুতির ব্যাপার রয়েছে। ব্রডকাস্টার, প্রডাকশন থেকে শুরু করে ওদের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিংও।’

তাহলে তিন টেস্টের সিরিজটি কি আদৌ হবে? নাকি আরেকটি সিরিজও পিছিয়ে যেতে চলেছে? বিসিবি প্রধান নির্বাহী সরাসরি কোনো জবাব দেননি। তবে তাঁর কথা থেকে এই সিরিজের ভবিষ্যৎ অনুমান করে নেওয়াও কঠিন নয়। করোনা পরিস্থিতি শ্রীলঙ্কায় এখন বেশ ভালো। তবে বাংলাদেশে পুরো বিপরীত। দুয়েমিলে আসন্ন সিরিজটির সম্ভাব্য পরিণতির ইঙ্গিত নিজাম উদ্দিনের কথায়, ‘করোনার দিক থেকে ওরা অনেক ভালো অবস্থায়। তবে এখানে দুই দেশের অবস্থানে পার্থক্য রয়েছে। শ্রীলঙ্কা খেলা শুরু করার চিন্তা করছে। আর আমরা চিন্তা করছি অনুশীলন শুরুর। করুক বা না করুক, ওরা ইভেন্ট করা নিয়ে কাজ করছে। আর আমাদের চিন্তা কবে খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ দেওয়া যাবে। কী হতে যাচ্ছে, সে বিষয়ে ইঙ্গিত এখান থেকেই পেতে পারেন।’ এক দিক থেকে নিজেদের স্বাচ্ছন্দ্যের জায়গা আবিষ্কার করলেও সমস্যা অন্যখানে, ‘এক দিক থেকে আমরা স্বাচ্ছন্দ্যের জায়গায় আছি। ধরুন দেশে একটি ঘরোয়া আসর আয়োজন করা হচ্ছে। সেখানেও বর্তমান বাস্তবতায় অনেক কিছু সামলানোর চ্যালেঞ্জ। দেশের বাইরে গেলে শুধু যারা যাবে, তাদের নিয়ে পরিকল্পনা করলেই এগোনো যাবে। এটি একটি ইতিবাচক দিক। তাই বলে আনফিট দল পাঠানোরও সুযোগ নেই। পাঠালে পুরোপুরি প্রস্তুত একটি দলকেই পাঠাতে হবে।’