Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ১২:৫২ অপরাহ্ণ

Accounting Episode - 21: Reversing Entry (বিপরীত দাখিলা)

Reversing Entry (বিপরীত দাখিলা)



আজকের পাঠে যা যা থাকবেঃ

 1. বিপরীত দাখিলা কি?

 2. কখন বিপরীত দাখিলা লেখা হয়?

 3. উদাহরণ


বিপরীত দাখিলা (reversing Entry): বিপরীত বা উল্টো শব্দটি সমন্বয় (Adjustment) শব্দের বিপরীতে ব্যবহার করা হয়েছে।

একটি প্রতিষ্ঠানে বকেয়া আয়-ব্যয় এবং অগ্রিম আয়-ব্যয় সংক্রান্ত বিষয় থাকে, যার জন্যে আর্থিক বছরের শেষে সমন্বয় জাবেদা লেখা হয়। সমন্বিত জাবেদার সমন্বয় পক্ষকে উদ্বৃত্তপত্রে লেখা হয় এবং পরবর্তী বছরের শুরুতে প্রারম্ভিক জাবেদায় অন্তর্ভুক্ত হয়ে যায়। যে জাবেদার মাধ্যমে সেই বকেয়া বা অগ্রিম আয়-ব্যয়ের সঠিক অংক নিরুপণ করা হয়, তাকে বিপরীত জাবেদা (Reversing Entry) বলে।


কখন বিপরীত দাখিলা লেখা হয়?

আর্থিক বছরের শুরুতে বিপরীত দাখিলা লেখা হয়। সাধারণতঃ ৪টি বিষয়ের ক্ষেত্রে বিপরীত দাখিলা লেখা হয়। পরবর্তী Slide এ  তা আলোচনা করা হবে।