Loading..

খবর-দার

১৩ জুন, ২০২০ ০১:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লায় ক্যাবল টিভিতে ক্লাস সম্প্রচারের ব্যবস্থা ১৪ জুন থেকে

করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা অনলাইনমুখী হয়ে যাচ্ছে যার বিকল্প নেই। কুমিল্লা জেলা অ্যাম্বাসেডরগণ তারই ধারাবাহিকতায় 'কুমিল্লা অনলাইন স্কুল" এর মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসার মহোদয়গণের সাথে আলোচনাক্রমে শিক্ষকদের ভিডিও ক্লাসগুলো শিক্ষার্থীদের মাঝে প্রচার করার নানামুখী পদক্ষেপ নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্যাবল টিভিতে ক্লাস প্রচারের প্রস্তাবনা আসে জেলা অ্যাম্বাসেডরদের পক্ষ থেকে। জেলা প্রশাসক মহোদয় ও জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আলোচনা ক্রমে প্রচারের বন্দোবস্থ করা হয় ক্যাবল টিভিতে। কাল ১৪ জুন থেকে ক্লাস প্রচার হবে প্রতিদিন। ইতিমধ্যে গণমাধ্যমে এ ব্যাপারে ব্যাপক প্রচার অব্যাহত আছে। 

এনড্রয়েড ফোন না থাকা, সংসদ টিভিতে ক্লাস দেখতে না পারার কিছুটা হলেও অবসান হবে বলে আমাদের বিশ্বাস। 

  • মো: আজিম খান (রাজু)
  • সহকারী শিক্ষক 
  • সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়
  • আদর্শ সদর, কুমিল্লা।
  • জেলা অ্যাম্বাসেডর