Loading..

উদ্ভাবনের গল্প

১৬ জুন, ২০২০ ০২:৩৩ অপরাহ্ণ

দেয়াল পত্রিকা ‘নতুন কুঁড়ি’

আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে জাতির কান্ডারী। তাদেরকে সৃষ্টিশীল, মননশীল, দায়িত্বশীল ও মেধাসম্পন্ন জাতি হিসেবে তৈরী করতে হলে শিক্ষা জীবনের শুরু থেকে প্রয়োজন তাদের মেধা বিকাশের সুযোগ করে দেয়া। প্রত্যেকটি শিক্ষার্থীর ভেতর রয়েছে অপার সম্ভাবনা। এ সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন একটি সুন্দর প্লাটফর্ম। আর শিক্ষাপ্রতিষ্ঠান হল এর জন্য উপযুক্ত জায়গা। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ভেতরের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারবে। কেননা আমাদের বাংলা ভাষায় রয়েছে বিশ্বমানের কবি, লেখক, সাহিত্যিক। তারা ছোটবেলা থেকেই চর্চা করতো বলে এই পর্যায়ে এসেছে। আর তাই বর্তমানে আমাদের শিশু কিশোরদের এ সুযোগ করে দিতে হবে।  তাদের এ প্রতিভা বিকাশের প্রাথমিক কাজ হিসেবে চিন্তা করি ক্ষুদ্র একটি প্রয়াসের। আর তা হলো একটি দেয়াল পত্রিকা করা যায় কিনা। কোমলমতি শিক্ষার্থীদের লেখা দিয়ে প্রতি বছর একটি করে দেয়াল পত্রিকা প্রকাশের চিন্তা থেকে শুরু করি। প্রথমেই একটি পত্রিকা কমিটি করি। তারা বসে ঠিক করে, কিভাবে কি করা হবে। সেই মোতাবেক শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা অসংখ্য কবিতা, প্রবন্ধ, কৌতুক, ভ্রমনকাহিনী ইত্যাদি জমা দেয়। সেখান থেকে বেছে বেছে গুটিকতক লেখা নিয়ে প্রকাশ করা হয় প্রারম্ভিক দেয়াল পত্রিকা। নাম দেয়া হল  ‘নতুন কুঁড়ি’। আশা, ভবিষ্যতে একদিন এ দেয়াল পত্রিকা থেকে তৈরী হবে ‘স্কুল ম্যাগাজিন’। সে দিনের প্রত্যাশায়.................