Loading..

উদ্ভাবনের গল্প

১৬ জুন, ২০২০ ০৩:২৫ অপরাহ্ণ

মিড ডে মিল বাস্তবায়ন কর্মসূচী -এস,এম নজরুল ইসলাম সরকার-আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদরাসা,মণিরামপুর,যশোর।

মিড ডে মিল বাস্তবায়ন কর্মসূচী

খাদ্য, বস্ত্র,শিক্ষা,স্বাস্থ্য ও আশ্রয় মানুষের মৌলিক ৫টি চাহিদার মধ্যে খাদ্য হচ্ছে প্রধান।

কৃষি নির্ভর বাংলাদেশ আবাদি জমির অনুপাতে জনসংখ্যা বেশী।

তবে আমাদের জমি কম থাকলেও শিক্ষার দিক থেকে উন্নত্ মানের চাষাবাদ ও শিক্ষার অগ্রগতির ফলে 

খাদ্যের দিক থেকে বর্তমানে বাংলাদেশ স্বয়ং সংপূর্ণ-

স্বাস্থ্যের সাথে শিক্ষার নিভিড় ভাবে জড়িত।

সুস্বাস্থের অধিকারি না হলে শিক্ষার সাথে ক্ষাপ ক্ষেয়ানো যাবেনা ।

তাই স্বাস্থ্য রক্ষার জন্য সবার জন্য শিক্ষা ও খাধ্য নিশ্বিত করার জন্য

গরীব -মেধাবী এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের একসাথ্যে খাবারের ব্যবস্থ্যা করা হয়েছে।

প্রতিষ্ঠানের আঙ্গিনায় নিজেরাই নিজ হাতে রান্না করে 

সকল শিক্ষার্থী ও শিক্ষকদের দুপরে খাবারের ব্যবস্থ্যা ।

তারই ধারাবাহিকতায় আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদরাসায় 

মিড ডে মিল বাস্তবায়নের জন্য কর্মসূচী গ্রহণ করেছে।

মিড ডে মিল চালু হবার ফলে শিক্ষার্থীদের মনে আনন্দের গান বইছে।

জড়ে পরা থেকে বিরত হয়েছে।

ধন্যবাদ।


এস,এম নজরুল ইসলাম সরকার

আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদরাসা,মণিরামপুর,যশোর।

মণিরামপুর,যশোর