Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৩ জুন, ২০২০ ০৯:১০ অপরাহ্ণ

শ্রেণি পঞ্চম_বিষয় প্রাথমিক বিজ্ঞান_অধ্যায় ১_অধ্যায়ের নাম আমাদের পরিবেশ ( শক্তিপ্রবাহ )।
img
Sabita Rani Das

সহকারী শিক্ষক

  • সম্মানিত প্যাডাগোজি রেটারগণ, এ্যাডমিন প্যানেল, সেরা কন্টেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবকগণ এবং শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্যবৃন্দকে আমার নমস্কার/আদাব ও শুভেচ্ছা নিবেন। আপনাদের সক্রিয়তা আমাদের প্রিয় শিক্ষক বাতায়নকে সর্বদা প্রাণবন্ত করে রাখছে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি বেগবান করে তুলছে। বাংলাদেশের সকল শিক্ষকের প্রিয় অনলাইন পোর্টাল তথা শিক্ষক বাতায়ন ইতিমধ্যে অধিকাংশ শিক্ষকদেরকে একটি প্লাটফর্মে আনতে সক্ষম হয়েছে। আমি এই শিক্ষক বাতায়নের একজন সদস্য হয়ে এর সার্বিক উন্নয়ন কামনা করছি। উল্লেখ্য যে, আপনাদের হৃদয় নিংড়ানো উৎসাহ এবং অকৃত্রিম অনুপ্রেরণা আমার আগ্রহকে আরও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আপলোডকৃত ষষ্ঠ কন্টেন্ট  শ্রেণি-পঞ্চম ,বিষয়- প্রাথমিক বিজ্ঞান,অধ্যায়- প্রথম,অধ্যায়ের নাম- আমাদের পরিবেশ ( শক্তি প্রবাহ  ) কন্টেন্ট  দেখা এবং আপনাদের মহামূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

  • সকলের মঙ্গল কামনায়
  • সবিতা রাণী দাস
  • সহকারী শিক্ষক
  • চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সুরমা,সিলেট।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি