জারণ-বিজারন (রাসায়নক বিক্রিয়া-৭ম) রসায়ন-০১
জারন-বিজারণ, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটি গুরুত্ব পূর্ণ বিষয়। এ ভিডিও ক্লাসের মাধ্যমে জারন-বিজারন বিক্রিয়া টিকে সুন্দর সহজ ভাবে বিভিন্ন গ্রাফিক্স ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
যার মাধ্যমে একজন শিক্ষার্থী অতি সহজেই বিষয়টি বুঝতে পারবে। এবং তা প্র্যোগ করতে পারবে।
এই পাঠ শেষে একজন শিক্ষার্থী......
০১। জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে ।

মতামত দিন


সন্তোষ কুমার বর্মা
পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো।

মোঃ আফছার আলী প্রাং
ঘরে থাকুন। পরিবারসহ সুস্থ্য থাকুন। আপনার অনিন্দ্যসুন্দর কনটেন্টএর জন্য শুভকামনা রইল। আমার এ পাক্ষিকের উদ্ভাবনী গল্প দেখে আপনার মূল্যবান মতামত, লাইক ও রেটিং প্রত্যাশা করছি। কনটেন্ট লিংক: http://teachers.gov.bd/content/details/586278

মেফতাহুন নাহার
শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করায় পূর্ণরেটিংসহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার আপলোড করা কন্টেন্টগুলো দেখার এবং আপনার গঠনমূলক মতামতসহ রেটিং প্রদান করার জন্যবিনীতভাবে অনুরোধ রইলো।
সাম্প্রতিক মন্তব্য