Loading..

খবর-দার

২৯ জুন, ২০২০ ০৬:০২ অপরাহ্ণ

ঘর থেকে যাত্রা

'এটুআই' এর উদ্যোগে ও 'টিজল বাংলাদেশ' এর পরিচালনায় তিনদিন ব্যাপী ফ্রি ট্রেনিং করার সুযোগ হয় আমার। পরবর্তীতে আরও একদিন আরেকটি ক্লাস করার সুযোগ পাই।ভালো ইংরেজী বলার জন্য ভালো উচ্চারণ প্রয়োজন। আগামী প্রজন্ম জাতে সঠিক নিয়মে এবং সঠিক উচ্চারণে ইংরেজি শিখে এটাই আমাদের প্রত্যাশা। আর এ সুযোগ করে দিল এটুআই ও টিজল বাংলাদেশ। সূজন স্যার, অভিজিৎ স্যার আমাদের আগামী প্রজন্ম যেন সঠিকভাবে ইংরেজি শেখে এজন্য শিক্ষকদের এই ট্রেনিং এর ব্যবস্থা করে। আমি আশা করি বিদ্যালয় খোলার পর বিদ্যালয়ে অর্জিত জ্ঞান টুকু সবার সাথে শেয়ার করতে পারব। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে। আমার ছেলে মেয়েও ঘরবন্ধি। তাদের ট্রেনিং এর বিষয়গুলো দেখালাম। তারা বেশ আগ্রহী। তাদের দিয়েই শুরু করে দিলাম শুদ্ধভাবে ইংরেজি বলার অনুশীলন। তাই আমার উদ্ভাবনী গল্পের নাম দিয়েছি 'ঘর থেকে যাত্রা'।