Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

৩০ জুন, ২০২০ ০৮:৫৯ পূর্বাহ্ণ

Exclusive Training on pronunciation & presentation skills for ICT4E District ambassador teachers ( Batch-2)

কী সুর বাজে কানে 

শয়নে,স্বপন,জাগরণে

ভুলিতে পারিনা কিছুতেই ,

সে যে ডাকে বারে বারে মোরে 

আরো আরো যেতে গভীরে ।

এ-কোন প্রেমে ডুবে গেছি আমি 

যা ছিল এত বছর জানা

ভুল ছিলো তা দেখছি এখন সবই ।

ইয়াসির স্যারের সেই

ফ ফ ফ

ঠ ঠ ঠ

খ খ খ 

সুর হয়ে বাজে কানে সুমধুর ।

আমি যেতে চাই আমি যেতে চাই 

এই পথে হেটে

আরো বহুদুর ।

পেয়েছি সাক্ষাৎ অনেক জ্ঞানী গুনী জনের

যাদের উৎসাহ,অনুপ্রেরণা 

করছে সহায়তা আরো ,

যেতে এগিয়ে সামনের পথে

নতুনের কেতন উড়াতে ,নতুন প্রজন্মের তরে ।

২৭ জুন/২০২০-২৯ জুন/২০২০ পর্যন্ত ৩ দিন ব্যাপি EXCLUSIVE TRAINING ON PRONUNCIATION & PRESENTATION SKILLS FOR ICT4E DISTRICT AMBASSADOR TEACHERS (BATCH_2)

A2i and TESOL Bangladesh পরিচালিত এই প্রশিক্ষণে আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে ছিলেন আমার বিভাগের জনপ্রিয় ব্যাক্তি Muhammad Yeasir sir . একটি ব্যতিক্রমী ও সম্ভাবনাময় প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে নিজের মধ্যে উপলব্ধি করছি বৈপ্লবিক পরিবর্তণ ।

মেডিটেশনের মাধ্যমে আমাদের ১ম দিনের সেশন শুরু হয় ।চোখ বন্ধ করে আমাদের নিয়ে গেলেন এমন এক জগতে যা সবসময় আমাদের কল্পনায় থাকে ।আমাদের অবচেতন মন সবসময় এমন পৃথিবীতে বিরাজ করতে চায় । কল্পনার জগত থেকে যাত্রা শুরু করে ৩দিন সত্যিই স্বপ্নের জগতে বিচরণ করেছি ।

জেনেছি না জানা অনেক কিছু । এত বছরের জানা ভুলগুলো শুধরে নেয়ার পালা এসেছে । সন্ধান পেয়েছি এক নতুন জগতের । 

যে সকল জ্ঞানী গুনীজনরা  আমাদের সাথে থেকে দিয়েছেন অনুপ্রেরণা, দিয়েছেন সংকটকালীন সময়ের  প্রয়োজনীয় পরামর্শ, রেখেছেন শিক্ষকদের পক্ষে ইতিবাচক পরামর্শ তাদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা । 

 Yeasir sir দেখিয়েছেন কীভাবে ৫০০+ প্রাপ্ত বয়স্ক মানুষকে ট্রেনিং সেশনে ধরে রাখা যায়। সত্যিই স্যার আপনার প্রেজেন্টেশন আমাদের যাদু করেছে । শিখছি আপনাকে দেখে প্রতিনিয়ত।  আপনার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। 

উপলব্দি করেছি সঠিক উচ্চারণের প্রয়োজনীয়তা । জানার পরিধিকে আরো বৃদ্ধি করি এবং আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা যেন দিতে পারি ,এই হোক আমাদের অঙ্গীকার ।

ধন্যবাদ সকলকে

মোসাঃ নাসরীন আক্তার বীনা

প্রধান শিক্ষক

বেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়,

ঝালকাঠি সদর,ঝালকাঠি ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি