Loading..

খবর-দার

০১ জুলাই, ২০২০ ০১:১৬ পূর্বাহ্ণ

তিনদিন ব্যাপী (২৭-২৯ জুন-২০২০) 'EXCLUSIVE TRAINING ON PRONUNCIATION &PRESENTATION SKILLS FOR ICT4E DISTRICT AMBASSADOR TEACHERS (BATCH-2) একটি সময়োপযোগী প্রশিক্ষণ

a2i & TESOL Bangladesh কর্তৃক আয়োজিত Muhammad Yeasir স্যার পরিচালিত "Exclusive Training On Pronounciation & Presentation skills For ICT4E District Teacher Ambassador" (Batch-2) (27-29 June, 2020) জুম প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে এই ডিজিটাল বিশ্বের একবিংশ শতাব্দিতে পরিবর্তনশীল শিক্ষক হিসাবে গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ শুভ ইঙ্গিত দিয়েছেন শ্রদ্ধেয় ইয়াসির স্যার স্যার নিজের কষ্টের কথা কখনোই ভাবেন না দেশ জাতি নিয়ে তাঁর মন সদা ব্যাকুল কাজ করতে তিনি খুব পছন্দ করেন শিক্ষার নিত্য নতুন বিষয় নিয়ে গবেষণা করে সর্বদা সময় কাটান দীর্ঘ প্রশিক্ষণকালীন তাকেঁ এক মুহূর্তের জন্যও ক্লান্ত মনে হয়নি স্যার সারাক্ষণ সকলের মনোযোগ ধরে রাখতে পেরেছিলেন মন্ত্রমুগ্ধের মতো আমরা তাঁর কাছ থেকে কথা শুনেছি হাজার গুণে গুণান্বিত শ্রদ্ধাভাজন সম্মানিত একজন স্যারের নিকট থেকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাব তা আমরা কোনদিন ভাবতে পারিনি স্যার যে সবার মন কেড়ে নিয়েছেন স্যার যে এত আন্তরিক অমায়িক, নিরহংকারী প্রশিক্ষণ শেষে বিদায় বেলায় স্যার আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন স্যার বলেই ফেললেন আপনাদের জন্য আমার খুব মায়া হচ্ছে; আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না শ্রদ্ধেয় Yeasir স্যার প্রশিক্ষণকালীন অনেক মূল্যবান কথা বলে বলে আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করেছেন পরামর্শ দিয়েছেন যা চিরদিন মনে থাকবে স্যারের কিছু কথা খুব মনে পড়ছে তাই কিছু তুলে ধরলামশেখার সুযোগ বারবার আসে না সুযোগকে কাজে লাগাতে হবে সাধারণত অধিকাংশ শিক্ষকই অন্যের আবিষ্কার পড়াতে পড়াতে জীবনটা কাটিয়ে দেয় নিজের আবিষ্কার কী শিক্ষকতা জীবনে? এই কথার গুরুত্ব নেই যে, অন্যের আবিষ্কার ৪০ বছর ধরে পড়িয়েছি রিসার্চ করবেন বাংলাদেশকে পরিবর্তন করবেন শুধু নিজ প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকলে চলবে না সারা দেশ নিয়ে ভাবতে হবে সবাই নিজের জায়গায় থেকে ভূমিকা রাখতে হবে নিজে উদ্যোগী হতে হবে, নেতৃত্ব দানে সচেষ্ট হবেন শিক্ষক হিসেবে নিজেকে কখনো ছোট মনে করবেন না EGO (Everything gets out) থাকলে কিছুই শেখা যায় না সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করবেন হিংসা থাকা যাবে না অহংকারীকে আল্লাহও পছন্দ করেন না প্রাথমিক স্তরের শিক্ষকগণ ছোট্ট ছেলেমেয়েদের পড়াতে সবচে বেশী কষ্ট করে থাকেন কখনো তারা বাবা মায়ের ভূমিকায় কাজ করেন যারা বেশী জানেন তারা সাধারণত অহংকারী হন না শিক্ষক হিসেবে সব সময় পোশাক আশাকে শালীনতা বজায় রাখা উচিৎ প্রশিক্ষণের নির্দেশনা যথাযথ অনুসরণ করা উচিৎ অন লাইন প্রশিক্ষণে নিজেকে সুন্দরভাবে পরিপাটি হয়ে ক্যামেরার সামনে বসা দরকার সকল শিক্ষকেরই হাসি খুশি থাকা চাই প্রাথমিক স্তরের শিক্ষকদেরও পিএইচডি ডিগ্রী অর্জনে উৎসাহী হওয়া দরকার আমি আমার গবেষণার সবই আপনাদের দিয়ে দিচ্ছি শিক্ষকগণ ডিজিটালাইজ না হলে শিক্ষার্থীরা তাদের বেশী পছন্দ করবে না কোন সত্যই অস্বীকার করা অন্যায় এখনো অনেক শিক্ষক পরিবর্তন পছন্দ করেন না শিক্ষার অসুবিধাসমূহ সাংবাদিকদের পত্রিকায় তুলে ধরা বিশেষ প্রয়োজন ড্রইং রুমকে বই পুস্তক শিক্ষা উপকরণ দিয়ে সুসজ্জিত করবেন এবং বেশি বেশি পড়বেন আপনাদের ছেলেমেয়েদের নিত্য নতুন বিষয়গুলো শেখাবেন ওদের সময় দিবেন ওরা আপনাকে অনেক কিছু দেবে শিক্ষকদের বাচ্চাকে হতে হবে এলাকার রোল মডেল ওদেরকে ভালো কাজে অনুপ্রাণিত করবেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে সমাজে এমনভাবে চলবেন যেন শিক্ষকদের সবচেস্মার্ট ব্যক্তি মনে হয় একজন অ্যাম্বাসেডর শিক্ষককে সাধারণ নয়; অসাধারণ শিক্ষক হতে হবে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তৈরী করতে হবে শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে শেখাতে হবে তাদের উৎসাহিত করতে হবে পরিশেষে তিনি বললেন, প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে; শুরু করার জন্য একসাথে কাজ করব আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে…” ইংরেজি শিক্ষার ক্ষেত্রে এই প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি সম্মানিত আয়োজক সহ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ এবং এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক জনাব . দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর . মোঃ গোলাম ফারুক মহোদয়, সবার প্রিয় জনাব অভিজিৎ সাহা স্যার, জনাব রফিকুল ইসলাম সুজন স্যার, জনাব কবির স্যার, জনাব রহিম স্যার, জনাব রোকনুজ্জামান শিকদার স্যার, জনাব রেবেকা সুলতানা স্যার সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ যাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সকলকে খুবই অনুপ্রাণিত করেছে পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বিনীত - মো: তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষক (আইসিটি), মধুখালী শাহ হাবীব আলিম মাদরাসা, মধুখালী, ফরিদপুর, ICT4e শিক্ষক অ্যাম্বাসেডর, ফরিদপুর