Loading..

উদ্ভাবনের গল্প

০৩ জুলাই, ২০২০ ০৯:৫৫ অপরাহ্ণ

কিশোর বাতায়নের সাথে সাথে পথচলা।ইশরাত জাহান,সহকারী শিক্ষক,বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা

কিশোর বাতায়ন ওয়েবসাইটটি যেকোনো কিশোর-কিশোরীর পছন্দ উপযোগী করে সাজানো হয়েছে। সুন্দর ও ছিমছাম ডিজাইনের হোম পেজটি আঁকা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোনো শিশু অক্ষর পড়তে না পারলেও ছবি দেখে দেখে ক্লিক করেও মজা পাবে। বিভিন্ন বিজ্ঞানভিত্তিক গেমস আছে,শিক্ষার্থীরা খেলতে খেলতে শিখবে।শিক্ষার্থীদের কথা বলছি শুধু,আমিও খেলে অনেক মজা পেয়েছি।

কিশোর বাতায়ন নিয়ে প্রথম যেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মত বিনিময় সভা হয়, সেখান থেকে ফিরে আমি কিশোর বাতায়ন নিয়ে অনেক পজিটিভ চিন্তা শুরু করি।সেই থেকে ছাত্রীদের রেজিষ্ট্রেশন শুরু আর কাজটি আজও আমি খুব আনন্দের সাথে করি।আমার অফ পিরিয়ড বা বাসায় এসেও রেজিষ্ট্রেশনের কাজটি আমি করি।সেই থেকে আজও আমার কিশোর বাতায়নের সাথে পথচলা।