Loading..

খবর-দার

০৪ জুলাই, ২০২০ ০৮:২৭ অপরাহ্ণ

এটুআই এর উদ্যোগে জেলা অ্যাম্বাসেডরদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন।

এটুআই ও টিসল বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হলো জেলা অ্যম্বাসেডরদের বিশেষ প্রশিক্ষণ। কুমিল্লা জেলা, লক্ষ্মীপুর জেলা ও চট্টগ্রাম জেলার প্রায় ৪০০ শিক্ষক অ্যম্বাসেডরগন এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। টিসল বাংলাদেশের ইয়াছির স্যার নতুন করে ইংরেজী প্রনানসিয়েশন শিখালেন যা অত্যন্ত কার্যকর সকলের জন্য। আমার সন্তানও আমার পাশে ছিল প্রশিক্ষনের সবটাই উপভোগ করেছে। 

  • উদ্বোধনী ব্ক্তব্য রাখেন- আমাদের সকলের প্রিয় এটুআই এর শ্রদ্ধেয় অভিজিৎ স্যার।
  • বক্তব্য রাখেন- জনাব মো: আবদুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা।
  • জনাব কবির হোসেন স্যার, সংযুক্ত কর্মকর্তা এটুআই
  • জনাব আক্তার হোসেন কুতুবি স্যার, টিটিসি চট্টগ্রাম
  • জনবা সুমন হাবিব স্যার। 

তিনদিনের এই প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে শিক্ষকগণ স্বাচ্ছন্দ বোধ করছেন বলে অভিব্যক্তিতে জানান। এ প্রশিক্ষণটি ফলপ্রসু হবে এবং তা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করার অঙ্গীকারও শিক্ষকগণ মতামত ব্যক্ত করেন। 

এটুআই এর এই আয়োজনের জন্য এটুআই এর সকল কর্মকর্তাদের প্রতি শিক্ষকগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

  • মোহাম্মদ আজিম খান (রাজু)
  • সিনিয়র শিক্ষক
  • সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়
  • আদর্শ সদর, কুমিল্লা
  • জেলা অ্যম্বাসেডর