Loading..

উদ্ভাবনের গল্প

০৬ জুলাই, ২০২০ ০৯:৪৩ পূর্বাহ্ণ

দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে একজন শিক্ষকের চিন্তা-চেতনা ও দিক নির্দেশনামূলক কথা

করোনা বলে কথা নয়। আজ না হয় করোনা আছে হয়তো সেটা ছয় মাস আগে তা ছিলোনা। আর তখন থেকেই অনলাইন ক্লাস নিয়ে চিন্তা করেছিলেন দেশের চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসা. রাফিয়া খাতুন। একজন শিক্ষার্থী যখন ক্লাসে থাকে তখন ক্লাসের পাঠদান সম্পূর্ণরুপে বুঝতে পারলেও সেটাকে রিভিউ করার সুযোগ থাকেনা পরবর্তীতে। হয়তো পরবর্তী ক্লাসে নানান জড়তার মাঝে প্রশ্ন করে সমাধান করা হয়না সে শিক্ষার্থীর। এতে করে একজন শিক্ষক বুঝতে পারেনা কোন শিক্ষার্থীটি এরকম জড়তার মধ্যে বাস করে। আর এরই সমাধানের চেষ্টায় রাফিয়া ম্যামের মাথায় আসে অনলাইন ক্লাস করার। শুরু করে দেন শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্লাস। এর উদ্দেশ্য হলো একজন শিক্ষকের ক্লাস যদি কোন শিক্ষার্থী বুঝতে না পারে তাহলে পরবর্তীতে অনলাইনে থাকা ক্লাসটি বারংবার দেখে সমাধান খুব সহজে পেতে পারবে। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া। তার মধ্যে বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থাকে  এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রীর বক্তব্য ও অনলাইন ক্লাসকে গুরুত্ব দেওয়ায় রাফিয়া ম্যাম অনুপ্রাণিত হয়েছেন। এতে করে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল ও বেগবান করতে।