Loading..

খবর-দার

০৬ জুলাই, ২০২০ ০৯:১১ অপরাহ্ণ

ভার্চুয়ালশিক্ষা ও স্বপ্নপূরণ

ভার্চুয়াল শিক্ষা ও স্বপ্ন পূরণ

জীবনে সকল স্বপ্নই পূর্ণ করা যায় যদি ইচ্ছা আর চেষ্টার সমন্বয় ঘটানো যায়। স্কুল জীবনেই স্বপ্ন দেখতাম শিক্ষক হওয়ার। ছাত্রছাত্রীদের কাছ থেকে স্যার সম্বোধন পাওয়ার। এই সম্বোধনের মধ্যে আলাদা একটা মাধুর্য আছে । আজ যারা শিক্ষকতা করেছেন তারা যখন শিক্ষার্থী ছিলেন কেমন অনুভূতি ছিলো সবাই ভালো ভাবেই উপলব্ধি করতে পারেন। অর্থের অভাব থাকলেও অর্থের পিছনে হতাশার দৌড় ছিলো না। সম্মানের দিক বিবেচনা করেই অনেকে এ মহান পেশায় আসতেন। যাইহোক আমার ভাবনাটাও ব্যাতিক্রম ছিলনা। গ্রাজুয়েশন করে শিক্ষক হবো একরকম একটা স্বপ্ন ছিলো।  কিন্তু হতে চাইলেই তো আর সব কিছু হওয়া যায় না। ২০০৩ সালে আশায় মাইক্রো ক্রেডিট অফিসার হিসেবে চাকরি নিলাম। এনজিওর কাজের চাপ সরকারি যেকোন চাকরি চেয়ে বেশি। এখানে থেকে বাড়তি কিছু করার কথা ভাবা কঠিন। তাছাড়া অর্থের অংকটা ভালো হলে তো কথাই নাই। কি হবে অন্য চেষ্টা করে। কতটা সফলতার মুখ দেখা যাবে সেটাও সন্দিহান। শারীরিক ও মানসিক কষ্টের জন্য অনেক সময় পেশাটা বদলাতে ইচ্ছে করত। কিন্তু এদেশে চাকরি তো আর চাইলেই পাওয়া যায় না। চাকরির পাশাপাশি কষ্ট হলেও বিভিন্ন চাকরির পরীক্ষা গুলো দিতে থাকলাম। ২০০৯ সালে ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে কম্পিউটার শিক্ষা বিষয়ে পাশ করলাম। খুঁজতে থাকলাম কোথায় এই পদে বিজ্ঞাপন দিয়েছে। অন্য দিকে প্রাথমিক বিদ্যালয়ের লিখত পরীক্ষা দিয়েছি। ভাগ্য সুপ্রসন্ন হলো। ০১/০৯/২০১০ তারিখ বরিশাল জেলার উজিরপুর উপজেলার  সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করি। অন্য দিকে ০৮/০৯/২০১০ তারিখ প্রাইমারীর ভাইভার ফলাফল পাই। অবশেষে ১৯/০৯/২০১০ তারিখ প্রাথমিক বিদ্যালয়ে  যোগদান করি। সেই থেকেই মনের স্বপ্ন একজন ভালো শিক্ষক হবো। ২০১১ সালে সিইনএড সম্পন্ন করি। ২০১৬ সালে বিএড সম্পন্ন করি। সাথে সাথে আইসিটি নিয়ে কাজ করি। ২০১৭ সালে ও ২০১৮ সালে দুই বার সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হই। ২০১৮ সালে a2i এর জেলা অ্যাম্বাসেডর বরিশাল জেলা নিযুক্ত হই।
২০১৯ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের  ইনহাউজ আইসিটি প্রশিক্ষণ এর প্রশিক্ষক মনোনীত হই। এই চলার পথে অনেকের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা মনকে আপ্লূত করে। টেলিভিশন এ ক্লাস কার্যক্রম বাংলাদেশে অনেক আগে থেকে শুরু হলেও করোনা কালীন সময়ে এর গুরুত্ব অনেক বেড়েছে।  বেড়েছে অনলাইনে লাইভ ক্লাস। সংসদ বাংলাদেশ টেলিভিশন এ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য  সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু করেছে। কিন্তু তা যথেষ্ট নয় প্রতি দিন তিনটি করে ক্লাস হয়। অথচ প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত  কমপক্ষে ৩০ ক্লাস হতো। আর এখানে ক্লাস নেয়ার সুযোগ পাচ্ছে ঢাকা ও তার আসে পাশের শিক্ষকরা। আমরা যারা ঢাকার বাইরে আছি তারা কোনদিন এই সুযোগ পাবো না। আমাদের শিক্ষার্থীদের কেউ কেউ বলে ফেলছে স্যার আপনি টেলিভিশনে ক্লাস নিতে পারেন না? তখন নিরুত্তর থেকে মনে মনে চিন্তা করতে থাকলাম কি করা যায়। অবশেষে একটি আইডিয়া মাথায় আসলো। যোগাযোগ করলাম স্থানীয় ডিস লাইন অপারেটর এর সাথে , তারপর মালিকের সাথে । আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্লাস্টার এইউইও ও ইউইও এর সাথে। সবাই বিষয়টিকে সাদুবাদ জানালেন। তারা এই নেটওয়ার্ক এর আওতায় সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বললেন যাতে করে শিক্ষার্থীরা টেলিভিশন এ ঘরে বসে ক্লাস দেখতে পারে সে বিষয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন। ০১/০৭/২০২০ তারিখ সম্প্রচার শুরু করলাম। নিজেকে ও আমার পছন্দের শিক্ষকদের টেলিভিশন এ দেখতে পেয়ে খুব ভালো লাগলো। যাদের ক্লাস দেখাচ্ছি তারা ফেইসবুক এ পোস্ট,  ইনবক্সে কমেন্ট ও ফোনে যোগাযোগ করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। স্বপ্ন পূরণ হলো আমার ও আমার মতো সমমনা আইসিটি প্রেমী পরিশ্রমী সম্মানিত শিক্ষকদের।

সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অজয় কৃষ্ণ গোমস্তা
সহকারী শিক্ষক
নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
01719778134