Loading..

ভিডিও ক্লাস

১০ জুলাই, ২০২০ ০৬:৪৪ অপরাহ্ণ

আবার আসিব ফিরে | শ্রেণি অষ্টম বাংলা পদ্য | Bangla kobita class eight | Tech Tutor BD

কবিতা:- আবার আসিব ফিরে

Poetry:- Abar Asibo phire 

 

কবি:- জীবনানন্দ দাশ

Poet:-Jibanananda Das 

আবৃত্তি- মোঃ শফিউল্লাহ লোটাস

Recitation: Md. Sofullah Lotus

Contact/Whatsapp- +8801716825382


                 আবার আসিব ফিরে

                                    – জীবনানন্দ দাশ


আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায় 

হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে 

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে 

কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়; 

হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়, 

সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে; 

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে 

জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;  


হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। 

হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে। 

হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। 

রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে 

ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে 

দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।