Loading..

খবর-দার

১৮ জুলাই, ২০২০ ১২:৪৯ পূর্বাহ্ণ

জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেয়া হচ্ছে শিক্ষকদের

১লা আগস্ট ঈদুল আযহা হবে এমনটা হিসেব করে এমপিওভু্ক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে মতেই অধিদপ্তরগুলো শিক্ষা মন্ত্রণালয় ও বিভাগের ঈৎ উৎসবের টাকা ছাড়ের প্রস্তাব পাঠাবে। আগামী রোববার এই প্রস্তাব পাঠানো হবে বলে একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে।

আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের করা হবে। বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। 

এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতন অনুসারে ঈদুল আযহার উৎসব ভাতা দেয়া হবে। তবে, কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমান নির্ধারণ করে হবে এবং পরবর্তী মাসের এমপিওর সাথে বাড়তি টাকা সমন্বয় করে দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, প্রাথমিকভাবে জুলাই মাসের বেতনের অনুসারে অর্থাৎ আগস্ট  মাসের ১ তারিখে ঈদুল আযহা নির্ধারিত দিন মাথায় রেখে স্কুল-কলেজ শিক্ষকদের উৎসব ভাতা দেয়া হবে। তবে কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ হয় সে ক্ষেত্রে শিক্ষকদের জুন মাসের বেতন অনুযায়ী উৎসব ভাতা প্রাপ্ত হবেন। যেহেতু জুলাই মাসের বেতনের শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হয়েছে, তাই জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেয়া হলে শিক্ষকরা কিছুটা কম টাকা পাবেন। পরবর্তী মাসের এমপিও সাথে সে টাকা সমন্বয় করা হবে।