Loading..

খবর-দার

১৮ জুলাই, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ

সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিনামূল্যের প্যাকেজ বন্ধ

সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর বিনামূল্যের অথবা আংশিক মূল্যের ডেটা প্যাকেজে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত ১৪ জুলাই বিটিআরসি অপারেটরদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। অপারেটররা ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। বিটিআরসি ও অপারেটরদের সূত্র এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক ফ্রি বা বিনামূল্যে দেওয়ায় বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। ফ্রি সেবার মাধ্যমে অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করছে। এ অপারেটরদের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা বিনামূল্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। দেশের চারটি মোবাইল অপারেটর ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে কম দামে বা বিনামূল্যে এ ধরনের ইন্টারনেট প্যাকেজ দিয়ে আসছিল। তথ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে এ সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি।