Loading..

প্রকাশনা

২১ জুলাই, ২০২০ ০১:৪৩ পূর্বাহ্ণ

শাহরাস্তি মাধ্যমিক শিক্ষা অফিসারের আহবানে জুম মিটিং সম্পন্ন

১9/০৭/২০ ইং রোজ রবিবার বেলা ১২.০০ ঘটিকার সময় শাহরাস্তি উপজেলার মাননীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আহসান উল্ল্যাহ চৌধুরী মহোদয়ের আহবানে উপজেলার ২৭ জন প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে এক মতবিনিময় সভা জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ সভাপতিত্ব ও উদ্ভোধন করেন মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরীন আক্তার মহোদয়। এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষক/ প্রিন্সিপাল মহোদয়গণ। দীর্ঘদিন পর একে অন্যকে ভার্চুয়ালভাবে দেখার সুযোগ পাওয়ায় শিক্ষা অফিসার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয় । শিক্ষা অফিসার জনাব আহসান উল্ল্যাহ চৌধুরী সংসদ টেলিভিশন, Chandpur online school এর পাশাপাশি Shahrasti Online School কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবাইকে আহবান জানান এবং Shahrasti Online School এ ক্লাস দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন । সবাইকে Shahrasti Online School এ লাইক দিয়ে ক্লাস শেয়ার করে শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়ার আহবান জানানো হয় । Shahrasti Online School পেইজের লিংক- https://web.facebook.com/Shahrasti-Online-School-108221357610658

 

এত সুন্দর একটি মিটিং এর আয়োজন করায় শাহরাস্তি উপজেলার মাননীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আহসান উল্ল্যাহ চৌধুরী মহোদয়ের  প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । উক্ত মিটিং এ সভাপতিত্ব ও মিটিং উদ্ভোধন করার জন্য মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরীন আক্তার মহোদয়ের নিকট বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শাহরাস্তি তথা চাঁদপুরের শিক্ষাকে এগিয়ে নিতে অঙ্গিকারবদ্ধ ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি