Loading..

নেতৃত্বের গল্প

২১ জুলাই, ২০২০ ০১:০০ অপরাহ্ণ

গাছ ই আমাদের জীবন



















































বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে   "গাছ লাগান,পরিবেশ বাঁচান"   এই স্লোগান কে  হৃদয়ে ধারণ করে "ড্রীম স্কুল গ্রীণ ক্যম্পাস" নিশ্চিত করার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির ৫ম দিনে  অদ্য ১৬/০৭/২০২০ ইং তারিখ একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে  বৃক্ষ রোপণ করতে আসেন মনোহরদী উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খান বীরু।তিনি উপজেলা পরিষদের সন্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আফরোজা সুলতানা রুবি কে সাথে নিয়ে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করেন এবং দুইজনে মিলে চারটি  ( আমা, কাঠবাদাম, আমলকি ও টক কমলা) চারা রোপণ করেন।  এর আগে দুপুর ১২ টায় চারা রোপণ করতে আসেন, সারা বাংলাদেশের এম্বাসেডর শিক্ষকদের হৃদয়ের স্পন্দন,এ টু আই এর সংযুক্ত কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন স্যার। কবির স্যার একটি দেশি নিম ও একটি আমের চারা রোপণ করেন। উভয় অতিথি ই আগামী দিনে বিদ্যালয় কে আরো সুন্দর করে সাজানোর সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।