Loading..

খবর-দার

২১ জুলাই, ২০২০ ০৩:৫৭ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেনের আহবানে সকল মাদরাসা প্রধানদের সাথে ভার্চুয়াল মিটিং সম্পন্ন



চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের আহবানে সকল মাদরাসা প্রধানদের সাথে ভার্চুয়াল মিটিং সম্পন্ন।

১৩/০৭/২০ ইং রোজ সোমবার বেলা ৩.০০ ঘটিকার সময় চাঁদপুর সদর উপজেলার মাননীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের আহবানে উপজেলার ২০ জন মাদরাসা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে এক মতবিনিময় সভা জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ সভাপতিত্ব ও উদ্ভোধন করেন মান্যবর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন। এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন চাঁদপুর উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও সুপার মহোদয়। দীর্ঘদিন পর একে অন্যকে ভার্চুয়ালভাবে দেখার সুযোগ পাওয়ায় শিক্ষা অফিসার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয় । শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন সংসদ টেলিভিশনের শিক্ষা কার্যক্রম আমার ঘরে আমার মাদরাসা সকল শিক্ষার্থীরা নিয়মিত দেখে কিনা তা তদারকি করার এবং পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনার জন্য অনুরোধ করেন। সভায় মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন শিক্ষাকার্যক্রম পরিচালনার সিদ্বান্ত গৃহীত হয়। সর্বসন্মতি ক্রমে অনলাইন মাদরাসার নাম করন করা হয় CHANDPUR SADAR VIRTUAL MADRASAH. মিটিংএর শেষ পর্যায়ে শিক্ষা অফিসার মহোদয় সবাইকে CHANDPUR SADAR VIRTUAL MADRASAH এ লাইক দিয়ে ক্লাস শেয়ার করে শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়ার আহবান জানান। CHANDPUR SADAR VIRTUAL MADRASAH পেইজের লিংক- https://www.facebook.com/Chandpur-Sadar-Virtual-Madrasah-113180227139394/?modal=admin_todo_tour



মিটিং এর আয়োজন করায় চাঁদপুর সদর উপজেলার মাননীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কামাল হোসেন মহোদয়ের  প্রতি সকল প্রতিষ্ঠান প্রধানগন কৃতজ্ঞতা জানান । শিক্ষা অফিসার সবাইকে  কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদপুর সদর মাদরাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে চাঁদপুর আহমাদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের মুনাজাতের মাধ্যমে জুম মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন ।