Loading..

খবর-দার

২৭ জুলাই, ২০২০ ০৮:০৪ অপরাহ্ণ

চাঁদপুর সদর ভার্চুয়াল মাদরাসা পরিচালনা কমিটি গঠনে জুম মিটিং সম্পন্ন।

করোনা মহামারি কারনে মাদরাসায় দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকায় চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন স্যারের উদ্যোগে চাঁদপুর সদর ভার্চুয়াল মাদরাসা পরিচালনায় মাদরাসা প্রধান ও আইসিটি অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে জুম মিটিং আজ ৩ঃ০০ ঘটিকায় অনুষ্টিত হয়।


পবিত্র কোরআন তেলাওয়াতের মা্ধ্যমে মিটিং এর কার্যক্রম শুরু হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন স্যারের চাঁদপুর সদর ভার্চুয়াল মাদরাসা সম্পর্কে স্বাগত বক্তব্যের পর অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন, বিঞ্চুদী আলিম মাদরাসা, অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান, চাঁদপুর আহমাদিয়া ফাযিল মাদরাসা ও অধ্যক্ষ মোঃ আবু জাফর, রামপুর আলিম মাদরাসা বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে সবাই ঐক্যমত পোষণ করেন যে, চাঁদপুর সদর ভার্চুয়াল মাদরাসাটি নিয়মিত পরিচালিত হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। সবার সিদ্ধান্ত অনুয়ায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন স্যার অধ্যক্ষ মহোদয়গণে সমন্বয়ে একটি পরিচালনা কমিটি ও আইসিটিতে অভিজ্ঞ বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নিয়ে টেকনিকেল কমিটি গঠন করেন। উক্ত কমিটি পেইজগ্রুপ ও জুমের মাধ্যমে বিষয় ভিত্তিক কমিটি গঠন ক্লাস ভিডিও রেকডিং এবং এই ক্লাস নিয়মিত পেজে দেয়া বিভিন্ন আলোচনা অতি দ্রুত সম্পন্ন করবেন। মিটিং এর শেষের দিকে চাঁদপুর সদর উপজেলার সুযোগ্য একাডেমিক সুপার ভাইজার জনাব সুমন দাস স্যার অনলাইন ক্লাস সম্পর্কে সবার জন্য করনী উপস্থাপন করেন। ক্লাসের দৈর্ঘ্য ১০-১৫ মিনিটের মধ্যে হতে হবে। রুটিন যেন সংসদ টিভির সাথে না হয় সেদিকে বিবেচনায় রাখতে বলেন। আর কোন আলোচনা না থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসেন স্যার সবাইকে মিটিং এ অংশ গ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে মিটিং সমাপ্ত করেন।