Loading..

ভিডিও ক্লাস

২৮ জুলাই, ২০২০ ০৯:০৯ অপরাহ্ণ

বিভিন্ন ধরনের পদার্থ_বিষয়বস্তু: পদার্থের তিন অবস্থা

৩য় শ্রেণি_প্রাথমিক বিজ্ঞান_অধ্যায়-৩_বিভিন্ন ধরনের পদার্থ_বিষয়বস্তু: পদার্থের তিন অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসেই বিজ্ঞানের এ পাঠের বিষয়বস্তু গুলো সম্পর্কে স্পষ্টত ধারণা লাভ করবে। ভিডিও ক্লাসটিতে বাড়ীর কাজ দেওয়া হয়েছে, অভিভাবকগণ বাড়ীতে শিক্ষার্থীদের বাড়ীর কাজের তদারকি করবেন। মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসটির মধ্যে স্বল্প মূল্যের বাস্তব উপকরণের দ্বারা পরীক্ষণ করা আছে। শিক্ষার্থীরা অভিভাবকের সহযোগিতা নিয়ে পরীক্ষণ টি সম্পাদন করতে পারেন। পদার্থের তিন অবস্থা কী কী? পদার্থের অবস্থার পরিবর্তন এর একটি ব্যবহারিক কাজ এখানে দেওয়া আছে শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সাহায্য নিয়ে নিজেরাই কাজ গুলো করতে পারবে। পদার্থের অবস্থার পরিবর্তন বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবে। পদার্থের তিন অবস্থা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবে। প্রাথমিক বিজ্ঞান বই সহ অন্যান্য বিষয়ের কন্টেন্ট এবং স্বল্প মূল্যের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষার ভিডিও কন্টেন্ট পেতে চ্যানেল টি সাবক্রাইব করে রাখুন। অনলাইনে ক্লাস গুলো করার ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশুনা বিশেষকরে বিজ্ঞানের প্রতি বিশেষ ভাল লাগা তৈরি হবে। মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস্টিতে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী সুনিদিষ্ট পাঠ নিয়ে আলোচনা করা হয়েছে। যা দেখে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনেকরি। অনলাইনে ক্লাসে শিক্ষার্থীরা মজার সাথে পাঠে অংশগ্রহন করবে এটাই আমাদের প্রত্যাশা। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমরা সকল প্রশের উত্তর দেবার চেষ্টা করব। বিজ্ঞানের মজার মজার ভিডিও পেতে ভিজিট করুন "কিশোর বাতায়ন" (konnect.edu.bd)। মাথাখাটাও স্বল্প মূল্যের উপকরণের সাহায্যে বিজ্ঞানের মজার মজার ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো এবং আমাদের পেইজে লাইক দাও যাতে আমাদের সম্প্রতি আপলোড করা ভিডিওগুলো দেখতে পারো। মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। Low Cost Teaching Materials ( স্বল্প মূল্যের শিক্ষা উপকরণ ) https://bit.ly/2oa4R7A Facebook: https://web.facebook.com/?_rdc=1&_rdr E-mail: [email protected]