Loading..

খবর-দার

২৯ জুলাই, ২০২০ ০৯:৩০ পূর্বাহ্ণ

সেরা অনলাইন পারফর্মার' মনোনয়ন।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,

'সেরা অনলাইন পারফর্মার' মনোনয়ন প্রসঙ্গ!
করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম ও পাঠদান চলমান রাখতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকগণ অনলাইনে নিয়মিতভাবে ক্লাস নিচ্ছেন। বিভাগ, জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়েও এই কর্মযজ্ঞ চলছে।
এমতাবস্থায় শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আগামী আগস্ট মাসের শুরু থেকে করোনাকালে যারা এই অনলাইন শিক্ষা কার্যক্রমে জেলা প্রশাসন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শিক্ষা প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে একযোগে কাজ করছেন তাদের ক্লাসের গুণগত মান বিচার বিশ্লেষণ করে 'সেরা অনলাইন পারফর্মার' হিসেবে মনোনয়ন দেয়া হবে।
আপনাদের ধারণকৃত ক্লাসগুলোর ইউটিউব লিংক শিক্ষক বাতায়নে ভিডিও কনটেন্ট ক্যাটাগরিতে https://www.teachers.gov.bd/content-upload/video আপলোড দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
আপনাদের আপলোডকৃত ভিডিও কনটেন্টগুলো আপনাদের শিক্ষক সহকর্মীদের লাইক ও রেটিং এবং পেডাগজি এক্সপার্টদের (সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও পিটিআই এর প্রশিক্ষকগণ) প্রদত্ত রেটিং এর ভিত্তিতে ১৫ দিন অন্তর অন্তর 'সেরা অনলাইন পারফর্মার' মনোনীত হবেন।
ধন্যবাদান্তে
শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ, এটুআই।

(শ্রদ্ধেয় অভিজিৎ স্যারের টাইমলাইন থেকে নেয়া)