Loading..

প্রকাশনা

০৩ আগস্ট, ২০২০ ০৯:৫০ পূর্বাহ্ণ

গড়ি সোনার বাংলা

গড়ি সোনার বাংলা

মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক ,পাকুড়িয়া সপ্রাবি, সিংড়া, নাটোর

দেশটি মোদের গন্য হও সোনার বাংলা বলে ,

সেই সুনাম আর নেই কেন ,কোথায় চলে গেছে ?

গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ ,

সেই সুন্দর দেশটি তবে, কোথায় গেছে আজ ?

ধন-রত্নে পূর্ণ যে দেশ , শান্তি সুখের বাস ,

কোথায় সেই শান্তি সুখ , হারিয়ে গেছে আজ ?

দুর্নীতি আর অনিয়মে ভাই, ছেয়ে গেছে দেশ ,

এ কারনেই হয়তো আজি সুখ হয়েছে শেষ ।

দুর্নীতি আর অনিয়ম যদি, থাকতো না আর দেশে,

পারতাম আমরা সবাই যেতে, শান্তি সুখে ভেসে ।

অন্যায় পথে টাকার পাহাড়, গরব কত আর,

এই গড়ার যে শেষ হবে না, কতটুকু জানি তার ?

অন্যায় পথে সম্পদ গড়া ছেড়ে দেইনা ভাই ,

সবার কাছেই জাতী এখন আশা করে তাই ।

সোনার বাংলা গড়তে চাইলে, সবাইকে এগুতে হবে,

অন্যায় দুর্নীতি ছেড়ে দিয়ে, দেশকে ভালবাসি তবে ।

নিজে ভাল হলে তবেই দেশটি ভাল হবে ,

চিন্তা ফিকির ছেড়ে দিয়ে এটাই ভাবি আগে ।

লোভ-লালসা হিংসা- বিদ্বেষ ছেড়ে দিয়ে আমরা,

সবাই মিলে গড়ব এক নতুন সোনার বাংলা ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি