Loading..

ম্যাগাজিন

০৩ আগস্ট, ২০২০ ০১:১৬ অপরাহ্ণ

করোনার সঙ্গে বসবাস # দুলাল হালদার # সহকারি শিক্ষক # কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় # ছাতক,সুনামগঞ্জ।

                 

‘করোনার সঙ্গে বসবাস’ কথাটা শুনলেই মনে হচ্ছে এটা আবার কেমন কথা? কেন করোনার সাথে বসবাস করবো? ঠিক তাই। বর্তমানে বুঝা যাচ্ছে যে, আমাদের সবাইকে করোনার সাথেই বসবাস করতেই হবে। এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী সংবাদ হচ্ছে চীন থেকে উৎপত্তি মরণঘাতী ভাইরাস করোনা। বিভিন্ন দেশ এই ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার করার জন্য মরিয়া হয়ে উঠেছে মানুষের মঙ্গলের জন্যকিছু আশার বানীও আমরা পাচ্ছি। কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে এই ভাইরাসের ভ্যাকসিন আসতে অনেক সময় লাগবে। আমরা ভাবছি এর ঔষধ আবিস্কার হয়ে যাবে। এই করোনা একদিন শেষ হয়ে যাবে। আমারা সবাই ভালো হয়ে যাবো। আবার স্বাধীনভাবে আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াবো। যা ইচ্ছে তাই খাব, জনসমাগম করবো। না তা মোটেই করা যাবেনা। এটা ভাবলে আমাদের চরম ভুল হবে। এই করোনা শেষ হবার নয়। এরা আমাদের সাথেই থাকবে। এরা সহজে যাচ্ছে না। এই করোনার সাথে আমাদের বসবাস করতে হবে। আমাদের জীবন মানকে সম্পূর্ণ পাল্টাতে হবে। পূর্বে যা যা খারাপ অভ্যাস করেছি,তা আমাদের বদলিয়ে ভালো ভালো অভ্যাস গঠন করতে হবে। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি