Loading..

ম্যাগাজিন

০৩ আগস্ট, ২০২০ ০২:২৭ অপরাহ্ণ

শিক্ষা নিয়ে এতো অবহেলা কেন!
শিক্ষা নিয়ে এতো অবহেলা কেন!
+++++++++++++++++++++++
শিক্ষাকে পিছিয়ে রাখা এক প্রকার ষড়যন্ত্র! মানসম্মত শিক্ষাকে পিছিয়ে রাখতে হলে মানসম্মত শিক্ষক তৈরীর পথে বাধা তৈরি করে রাখতে হবে। শিক্ষকতা পেশায় যেন মেধাবীরা না আসে সে পথ বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর Sustainable Development এর যে স্বপ্ন, একটি উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন তাকে শেষ করতে হলে শিক্ষাকে আঘাত হানতে হবে। মানসম্মত শিক্ষা নির্ভর করে মানসম্মত শিক্ষকের উপর আর Sustainable Development নির্ভর করে মানসম্মত শিক্ষার উপর। আমরা যদি উন্নয়ন ধরে রাখতে চাই তাহলে শিক্ষাকে সব চাইতে বেশি গুরুত্ব দিতে হবে, এ পেশাকে আকর্ষণী করে মেধাবীদের এ পেশায় টানতে হবে। 

ভয় হলো মানুষ শিক্ষিত হলে অধিকার সচেতন হয়ে যায়! আগের দিনের শাসকদের মানষিকতা পরিহার করে ভয় না করে শিক্ষাকে এক নম্বরে রেখে উন্নয়ন কাজে চালিয়ে যেতে হবে এবং সে উন্নয়ন ধরে রাখতে হবে। তাহলেই আমরা পাব একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি