Loading..

ম্যাগাজিন

০৯ আগস্ট, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ

ফেসবুকের নতুন ফিচার "রুম"

              ফেসবুকের নতুন ফিচার “রুম”

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও কলের নতুন ফিচার নিয়ে এসেছে। মেসেঞ্জার রুম নামের এ ফিচারের মাধ্যমে মোবাইল ও কম্পিঊটার থেকে যুক্ত হওয়া যাবে গ্রুপ ভিডিও কলে। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইইরাসের কারনে লকডাউনের সময় ভিডিও কলের ফিচার জুম,গুগল মিট,স্কাইপ এবং এম এস টিমের জনপ্রিয়তা বেড়েছে বহুগুন। ফেসবুকের এ ফিচারটিতে প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারেন। এখানে মিটিংয়েইয়ে জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারন  করা নেই। যতক্ষন প্রয়োজন এ মিটিং চালিয়ে নেওয়া সম্ভব।

যেভাবে চালু করবেন ফেসবুক রুমঃ

ফেসবুক এবং মেসেংঞ্জারের সর্বশেষ ভার্সনে আপডেট করা থাকতে হবে। পুরনো সংস্করনে এ ফিচারটি পাওয়া যাবেনা।

# প্রথমে মেসেঞ্জার অপশনে ঢুকতে হবে

# মেসেঞ্জার থেকে স্কিনের নীচে ডান দিকে থাকা People tap বাটনে ক্লিক করতে হবে।

# এরপর Create a room অপশনে ক্লিক করতে হবে।

# চাইলে এ রুমের লিংক অন্যদের সঙ্ঘে ও শেয়ার করা যাবে। এমন কি যাদের ফেসবুক একাঊন্ট নেই  তাদেরো ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার মেসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে কানেক্ট করা যাবে। লিংক পাওয়া ব্যাক্তি মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন। ফেসবুক ভিডিও কলের এ App টি whatsapp এবং Instagram এ যুক্ত করা যাবে

তথ্য সংগ্রাহকঃ

মোঃ আহসান হাবীব

সহকারী শিক্ষক

এস পি পি এম উচ্চ বিদ্যালয়

ছাতক,সুনামগঞ্জ

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি