Loading..

নেতৃত্বের গল্প

০৫ সেপ্টেম্বর, ২০২০ ০৩:১৭ পূর্বাহ্ণ

অনলাইন ক্লাস করতে পারছে না এমন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত করতে আমার পদক্ষেপ।

অনলাইন ক্লাস করতে পারছে না এমন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত করণে আমার পদক্ষেপঃ

করোনার মহামারীর প্রকোপে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেন। সংসদ টিভি, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়নসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে অনলাইন স্কুল চালু হয়েছে।

এই সুবিধা শহরের শিক্ষার্থীদের জন্য সহজ হলেও গ্রামের অনেক শিক্ষার্থীরা স্মাট ফোন, ডিস লাইন, অনেক পরিবারে টিভি অভাবে এই সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

আমি ব্যক্তিগতভাবে দিনাজপুর জেলা অনলাইন স্কুলে ক্লাস নিয়ে দেখেছি, স্টুডেন্টস্ রা সামান্য সংখ্যক সম্পৃক্ত। 

এই সমস্যা হতে উত্তরনের জন্য আমি প্রথমে সংসদ টেলিভিশন, কিশোর বাতায়ন সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় অনলাইন স্কুলের লিংক+ পেইজে ইনভাইট দিতে শুরু করি অভিভাবদের ফেইসবুক পেইজ এ। তাতেও বিশেষ করে আমার বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারছিলাম না।

★ তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিই, শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে  নিজ ফোন সরবরাহ করে অন লাইন ক্লাসে সম্পৃক্ত করা।

কিছু দিন এইভাবে কাজ করার পর আমার সহকর্মীদের বিভিন্ন দলে বিভক্ত করে সকল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কাছে পাঠাই।

এখন আমার শিক্ষার্থীরা  অন লাইন ক্লাসে পুরোপুরি সম্পৃক্ত।

মোঃ রওশন জামিল

সহকারী প্রধান শিক্ষক ও

জেলা অ্যাম্বাসেডর 

রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়

নবাবগন্জ,  দিনাজপুর।