Loading..

উদ্ভাবনের গল্প

০৬ সেপ্টেম্বর, ২০২০ ০৭:০১ অপরাহ্ণ

বিদ্যালয়ের মেয়েদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করা ।

আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা করে স্যানিটেশনের ব্যাবস্থা ছিল না।মেয়েদের এতে করে খুব অসুবিধা হতো,প্রতিদিনই কিছু মেয়ে তাদের পিরিয়ড কালীন অসুবিধার জন্য ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হতো।কারণ তাদের জন্য আলাদা বিশেষ কোন ব্যবস্থা ছিল না,যে তারা চেঞ্জ করতে পারবে।আমি এটা নিয়ে ভাবছিলাম কী করা যেতে পারে ,একদিন মেয়েরাও আমাকে বলল বিষয়টি,আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকলের সাথে কথা বলে বিদ্যালয়ের কিছু পুরাতন টিন দিয়ে টয়লেটের চারিদিকে বেড়া দিয়ে দেয়া্র ব্যবস্থা করাই এবং ভেতরে পানির ব্যবস্থা ও করা হয় ভ্যাসিন এর ব্যবস্থা করা হয় যাতে ওরা হাত মুখ ধৌত করে নিজেকে পরিস্কার করতে পারে।আর এতে করে মেয়েরা অনেকটা নিরাপত্তা বোধ করছে।এখন আর মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে ছুটি নিয়ে বাড়ি যেতে হয় না কারণ বিদ্যালয়েই তাদের জন্য নিরাপত্তামূলক স্বাস্থ্যসম্মত সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এখন ছাত্রীরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে।অভিভাবকরা ও মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে তাদের নিয়ে আর চিন্তা করতে হয়না।