Loading..

প্রকাশনা

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ

বৃক্ষরোপনে মুজিব

          বৃক্ষরোপনে মুজিব [ রচয়িতাঃ মোঃ রবিউল ইসলাম বিএ বিএড ]

                                                          

    আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বয়ং নিজ হাতে বৃক্ষরোপন  করেছেন। এ আলোক চিত্র দেখে শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে শিক্ষালয় আঙিনায় বৃক্ষ রোপন করেন। যাতে আমাদের শিক্ষালয় সবুজ সমারোহে ভরে ওঠে। বৃক্ষই হলো একমাত্র অক্সিজেন তৈরির ফ্যাক্টরি। আমরা বাঁচার জন্য অক্সিজেন গ্রহণ করি। এ অক্সিজেন সমস্ত জীবই বৃক্ষ থেকে পেয়ে থাকে। আমাদের প্রধান মন্ত্রীও নিজ হাতে বৃক্ষের চারা রোপন করেছেন। এসো আমরা সবাই মিলে পতিত জমি, রাস্তার পাশে, ক্যানেল বা খালের  ধারে ধারে বৃক্ষ রোপন করে পৃথিবীকে সবুজ গালিচায় ভরে তুলি। নিজে বাঁচি এবং বিশ্ব জাহানের সবাইকে বাঁচাই।   

                          বৃক্ষরোপনে মুজিব

                          রচয়িতাঃ মোঃ রবিউল ইসলাম বিএ বিএড

 পরিকল্পনাকরণ

খসড়াকরণ

প্রকাশনাকরণ

০১-০৯-২০২০ খ্রিস্টাব্দ

১০-০৯-২০20 খ্রিস্টাব্দ

১২-০৯-২০২০ খ্রিস্টাব্দ

 

 

 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি