Loading..

ভিডিও ক্লাস

১৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৫ পূর্বাহ্ণ

জুতা আবিষ্কার (পর্ব -১)_রবীন্দ্রনাথ ঠাকুর_নবম-দশম শ্রেণি _বাংলা ১ম পত্র_মোঃ মিজানুর রহমান
পাঠ পরিচিতি : রবীন্দ্রনাথ ঠাকুরের‘কল্পনা’ কাব্যগ্রন্থ খেকে জুতা আবিস্কার কবিতাটি সংকলন করা হয়েছে। ধুলাবালী থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার জন্য প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য। রাজা তাঁর মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। মন্ত্রীগণ রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্য পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে আর পান না । অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। এভাবে রাজার পা ধুলো স্পর্শ থেকে মুক্তি পায়।