Loading..

খবর-দার

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৮:০৭ পূর্বাহ্ণ

"শিক্ষার্থীদের হেঁটে বা সাইকেলে বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহিত করতে করনীয়"

মুজিব বর্ষের গৌরবোজ্জ্বল উদ্দীপনায় ২২ সেপ্টেম্বর-২০২০ "বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস" উদযাপন উপলক্ষ্যে শিক্ষকবৃন্দের নিকট হতে প্রবন্ধ আহবান

 

আগামী ২২ সেপ্টেম্বর-২০২০ “বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস” উদযাপন উপলক্ষ্যে স্বল্প দূরত্বে হেঁটে যাতায়াতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের নিকট হতে প্রবন্ধ আহবান করা হচ্ছে।

 

প্রবন্ধের বিষয়ঃ "শিক্ষার্থীদের হেঁটে বা সাইকেলে বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহিত করতে করনীয়"

 

অংশগ্রহণের নিয়মাবলী:

১। উল্লিখিত প্রবন্ধ বাংলায় কম্পিউটার কম্পোজ করে .pdf ফরমেটে প্রেরণ করতে হবে।

২। প্রবন্ধ প্রেরণের সময় অংশগ্রহণকারীদের নিম্নবর্ণিত তথ্য প্রদান করতে হবে।

     ক) নাম

     খ) পদবী

     গ) শিক্ষা প্রতিষ্ঠানের নাম , ঠিকানা , ফোন নাম্বার ও ইমেইল

     ঘ) অংশগ্রহণকারীর ইমেইল

     ঙ) অংশগ্রহণকারীর মোবাইল নাম্বার

     চ) শিক্ষাপ্রতিষ্ঠান প্রদও আইডি কার্ডের ছবি

৩। প্রবন্ধটি সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে হতে হবে।

৪। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রি: দিবাগত রাত ১১:৫৯ মিনিটের মধ্যে প্রবন্ধটি জমা দিতে হবে।

৫। প্রবন্ধ পাঠানোর লিঙ্কঃ https://tinyurl.com/wcfd-article-submission

 

পুরস্কার :

১। শ্রেষ্ঠ তিন জন প্রবন্ধ লেখককে পুরস্কৃত করা হবে।

২। লেখায় গতানুগতিকতাকে পরিহার করে সৃষ্টিশীল চিন্তার প্রতিফলনকে উৎসাহিত করা হবে।

৩। পুরস্কার বিতরণের তারিখ ও স্থান পরবর্তীতে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্ব স্ব ঠিকানায় ও ডিটিসিএ এর ওয়েবসাইট  www.dtca.gov.bd  এ প্রকাশ করা হবে।

৪। বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগঃ

জনাব মীর আহসান হাবীব
সহকারী ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
১৩-১৪ তম তলা, নগর ভবন, ঢাকা -১০০০
মোবাইলঃ ০১৬৭১৫৪২৭৫৭
ইমেইলঃ [email protected] , [email protected]

চিত্র- বিডি প্রতিদিনের ওয়াল থাকে নেয়া।