Loading..

প্রেজেন্টেশন

২০ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ণ

বিষয়ঃ হাদিস শরীফ দাখিল দশম শ্রেণিঃ একত্রিংশ অধ্যায়- بَابُ ِايّذاءِ النِّسَاءِ নারীদের উত্ত্যক্ত করা / ইভটিজিং
v ইভটিজিং কাহাকে বলে বলতে পারবে ?
v নারীদের প্রতি দৃষ্টি নিক্ষেপের বিধান বলতে পারবে।
v শব্দ ও বাক্য বিশ্লেষণ করতে পারবে

v ইভটিজিং এর পরিনতি অত্যন্ত ভয়াবহ তা লিখতে পারবে।

আরবীতে বলা হয়-  - باب ايّذاءِ النِّسَاءِ  ইংরেজিতে বলা হয়- ইভটিজিং , আর বাংলায় বলা হয়, নারীদের উত্ত্যক্ত করা বা কষ্ট দেয়া

vসমাজের বখাটে, দুশ্চরিত্র, মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল ছেলেরাই ইভটিজিং এর হোতা। কথায়, কাজে, অঙ্গভঙ্গি ও ইশারা ইঙ্গিতে, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে যা সম্পূর্ণ গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ।