Loading..

নেতৃত্বের গল্প

২০ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫৬ অপরাহ্ণ

অপরাজিতা

২০১৫ সালের ২৯ জানুয়ারি আমি হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। এটি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে অবস্থিত। ১৯ শতকের উপর ১৯৪০ সালে গ্রামের মহৎ কয়েকজন ব্যাক্তির উৎসাহে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আমার বিদ্যালয়ের তখন শ্রেণি কক্ষগুলোর বেহাল অবস্থা। এই প্রচন্ড গরমে পশ্চিম দুয়ারী টিনশেড বিল্ডিং এ শিক্ষক -শিক্ষার্থীর শ্রেণিতে ভীষণ সমস্যা হতো। বর্তমানে বিদ্যালয়টিতে দ্বিতল ভবন রয়েছে।  শহীদ মিনার নির্মাণাধীন, প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ সুসজ্জিত, বিদ্যালয়ের সম্মুখভাগ সজ্জিত, টাইলস বাঁধানো পতাকাদন্ড, সীমানা প্রাচীর। আরও হবে ফুলের বাগান, ফলাফলে শতভাগ উত্তীর্ণ, দেশসেরা। এটাই আমার স্বপ্ন।