Loading..

নেতৃত্বের গল্প

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৪৩ পূর্বাহ্ণ

হাওর পাড়ের শিক্ষক সম্মেলনে নেতৃত্বের সেতুবন্ধন

২০১৯ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর সিলেটে অনুষ্টিত হাওর পাড়ের শিক্ষক সম্মেল্পনে নেতৃত্বের সেতুবন্ধন।

হাওর পাড়ের শিক্ষক সম্মেলন-২০১৯   

 

1)     সিলেটে ৪৭০ জন দেশ সেরা শিক্ষকের আগমন ও সম্মেলনে অংশগ্রহণ।

2)    এটুআই ও সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সার্বিক সহযোগিতা।

3)    মাউশির ডিজি প্রফেসর ড সৈয়দ গোলাম ফারুক মহোদয়ের আগমন। শিক্ষকতার বিভিন্ন সমস্যা সমাধানের উপায়। নিজের মধ্যে কী ভাবে নিজেকে খোঁজা ও জানা যায় তা। ক্যাপাসিটি ডেভেলাপমেন্টের উপায়। অনাগত ভবিষ্যতের পরিকল্পনা। শিক্ষকদের জন্য দেয়া উনার ৪ টি সুসংবাদ ইত্যাদি

4)     সিলেটের শিক্ষা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার অংশগ্রহণ।

5)    শত প্রতিকূলতায় থেকেও "মিড-ডে-মিল" বাস্তবায়নের বাস্তব গল্প।

6)    সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে শিখেছি " অওনারশীপ কী" কী ভাবে "লীডারশীপ" বাস্থবায়ন করা যায়।

7)     সিলেটের জেলা প্রশাসক  এম কাজী এমদাদুল ইসলাম মহোদয়ের কাছ থেকে শিখেছি কীভাবে শিক্ষার্থীদের মাঝে নিজেকে ফুটিয়ে তুলা যায়।

8)    বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতিক স্যারের কাছ থেকে শুনা মুক্তিযোদ্ধের সম্মুখ সমরের ইতিহাস।

9)     মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন আহমদ এর কাছ থেকে জেনেছি কেন "একজন মুক্তিযোদ্ধা সারাজীবনই মুক্তিযোদ্ধা ,আর কেন একজন রাজাকার সারা জীবনই রাজাকার"

10) মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শামীম আহমদ এর কাছ থেকে জেনেছি মুক্তিযোদ্ধ চলা কালে তাদের জীবনের করুণ কাহিনী।

11) সেরা নেতৃত্ব জনাব খোরশীদুজ্জামান স্যারের কাছ থেকে জেনেছি সবুজ স্কুল কীভাবে সবুজ কমিউনিটি তৈরী করে ।

12) সেরা "মিড-ডে-মিল " বাস্তবায়নকারী রাণীগঞ্জ উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সামাদ স্যারের সফলতার গল্প।

13)                         সেরা এসএমসি বাস্তবায়নকারী দুইজন সভাপতি উদারতার কথা।