Loading..

খবর-দার

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৫:০৩ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপে সিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে "জীবনের নানা রকম ব্যস্ততার কারণে প্রায়ই অনেক

হোয়াটসঅ্যাপে সিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে


"জীবনের নানা রকম ব্যস্ততার কারণে প্রায়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভুুলে যাই। কাছের কাউকে বিশেষ কিছু বলা থাকলে এখন সিডিউল মেসেজ পাঠাতে পারবেন। কাউকে ঠিক রাত ১২টায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন কিন্তু ব্যস্ততার কারণে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সিডিউল অপশনটি নিঃসন্দেহে অত্যন্ত কার্যকরী। নির্দিষ্ট টাইম সেট করে দিলে সেই নির্ধারিত সময়ই প্রাপকের কাছে পৌঁছে যাবে বার্তাটি। মেসেজিং অ্যাপে সিডিউলের কোনো অপশন চালু না হলেও একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যার মাধ্যমে অনায়াসেই অ্যান্ড্রয়েড কিংবা আইফোন থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ সিডিউল করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ সিডিউল যেভাবে

* স্মার্টফোনের গুগল প্লে-স্টোরে গিয়ে SKEDit অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

* অ্যাপটি খুললে সাইন আপ করতে হবে। তা করার পর মেইন মেন্যু থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।

* এবার SKEDit যাতে হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন তার অনুমতি দিতে হবে। Enable Accessibility অপশনে নিয়ে SKEDit-কে অ্যালাউ করতে হবে।

* এবার প্রয়োজনীয় তথ্যগুলো দিন। যেমন যাকে পাঠাবেন তার নম্বর বা কী মেসেজ পাঠাবেন। তারপর দিন ও সময় সেট করে রাখতে হবে।

* তারপর নির্দিষ্ট সময়মতো মেসেজ পৌঁছে যাবে। নোটিফিকেশনর মাধ্যমে ব্যবহারকারী জানতে পারবে মেসেজ পৌঁছে গেছে।"