Loading..

নেতৃত্বের গল্প

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৪ পূর্বাহ্ণ

Leadership through International organization

GEIST International Foundation

এর সাথে অন্তভূক্তি ২০১৭ সালের মার্চ মাসে

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস । নিজ বিদ্যালয় মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ সহ সিলেটের আরও ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করি GEISTএর সাথে –

প্রোগ্রাম হলো ;

v গ্রীন ক্যাম্পাস (বৃক্ষ রোপন)

v স্লাইড প্রদর্শনী

v গ্রীন এম্বাসেডর অলিম্পিয়াড

v বিতর্ক প্রতিযোগিতা

১৮ টি স্কুল থেকে তিনজন করে শিক্ষার্থী নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতা হয় সিলেট আমেরিকান কর্ণারে। আঞ্চলিক পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে গ্রীণ এম্বাসেডর নির্বাচিত হয় জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাহমুদা খানম।

 

২০১৭ সালের নভেম্বরে শুরু হয় শিক্ষা সপ্তাহ পালন ও গ্লোবাল কম্পিটেন্সি এওয়ার্ড । শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সিলেটের তিনটি স্কুল গ্লোবাল কম্পিটেন্সি এওয়ার্ড অর্জন করে। তেরটি দেশের সাথে প্রতিযোগিতা করে শিক্ষার্থীদের কার্যক্রম পর্যালোচনা করে বিচারক প্যানেলের বিবেচনায় নবম স্থান অর্জন করে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ যুগ্ম ভাবে দশম স্থান অর্জন করে জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও স্টারলাইট একাডেমী।

 

ধারাবাহিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও আর একটি বড় ইভেন্ট হয় ২০১৯ সালে। ইন্টারনয়াশনাল লডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন। সিলেট বিভাগের চারটি জেলার প্রায় ৫০ টি শিক্ষা প্রতিষ্টানের চার শতাধিক  শিক্ষার্থী অংশগ্রহন করে প্রিলিমিনারী রাউন্ডে।চার কয়াটাগরীতে বাছাই হয় ৫০ জন। তাদের নিয়ে হয় বিভাগীয় রাউন্ড । জাতীয় পর্যায়ে সিলেট থেকে অংশগ্রহণ করে প্রাথমিকের স্টারলাইট একাডেমর তাসফীয়া, মাধ্যমিকে  মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের ফারিহা মালেকা কলেজ পর্যায়ে শাহপরান সরকারী কলেজের নিশাত তাসনিম। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে স্টারলাইট একাডেমর তাসফীয়া ভিয়েতনামে ইন্টারনয়াশনাল সামিটে অংশগ্রহণ করে।

প্রাথমিক পর্যায়ে যাদের নিয়ে GEIST International Foundation- সিলেটে কাজ শুরু হয় যেসকল শিক্ষা প্রতিষ্টান তাদের তালিকা -

 

Celebrating World Environment Day 2017

Sylhet District (School List)

 

1.      ID 38- Mohammad Mokan High School and College

2.      ID 39- Hazi Rashid Ali High School

3.      ID 40- Mohammad Abdul Ahad High School

4.      ID 41- Nabarun High School

5.      ID 42- Silam P.L Multilateral High School

6.      ID 43- Progati High School

7.      ID 44- Boldi Ideal Multilateral High School

8.       ID 45- Dakshin Surma Nasiba Khatun Girls High School

9.       ID 46- Airport High School

10.  ID 47- Puran Kalaruka Adarsha High School

11.  ID 48- Hazrat Shahjalal (R) High School

12.  ID 49- Rashidia Dakhil Madrasah

13.  ID 50-Abdul Gafur Islamic Adarsha High School and College

14.  ID 51- Adarsha High School, Rustompur

15.  ID 51- Adarsha High School, Rustompur

16.  ID 53- Jalalabad B L High School

17.   ID 55- Jalalabad Contonment English School

18.  ID 57- Bibidoil Girls High School